ঢাকায় চীনা দূতাবাসে চীন সরকারের প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত
  2019-11-10 14:38:06  cri

নভেম্বর ১০: গত ৭ নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় চীনা দূতাবাসে চীন সরকারের প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত লি চি মিং, বাংলাদেশের অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, ২০১৯ সালে চীন সরকারের প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণকারী এবং বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিসহ দুই শতাধিক লোক অংশ নেন।

রাষ্ট্রদূত লি ভাষণে বলেন, চীন ও বাংলাদেশ সরকার উভয়েই বাংলাদেশের জনশক্তির দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে। ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশ সফরের সময় দেশটির জনশক্তিকে দক্ষতা ও প্রযুক্তি উন্নয়নে যথার্থ সাহায্য করতে সম্মত হন। ২০১৯ সালের জুলাই মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করেন। এ সফরের পরপরই প্রকাশিত যৌথ বিবৃতিতে দু'দেশের জনশক্তি সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে ২৩৮৭জন বাংলাদেশি চীনে স্বল্পমেয়াদী প্রশিক্ষণে অংশ নেন। ২০১৯ সালে এ ধরণের শিক্ষার্থীর সংখ্যা ৬০০ ছাড়িয়ে যাবে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040