দ্বিতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলায় সহস্রাধিক সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত
  2019-11-09 15:15:04  cri

নভেম্বর ৯: চীনের শাংহাইয়ে চলমান দ্বিতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলায় এ পর্যন্ত সহস্রাধিক সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল (শুক্রবার) মেলার সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দ্বিতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলার দর্শকরা অনেক পেশাগত এবং অংশগ্রহণকারীরা চুক্তিতে পৌঁছাতে বৈঠক করতে বেশি আগ্রহী।

গতকাল (শুক্রবার) জাপানের লাওক্স প্রতিষ্ঠান শাংহাই ক্রুজ সেন্টারের সঙ্গে একটি সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করে। লাওক্স প্রতিষ্ঠানের চীনবিষয়ক মহাব্যবস্থাপক ফু ল্যু ইয়োং বলেন, দু'প্রতিষ্ঠান ক্রুজ শিল্পে পরিষেবা ক্ষেত্র নিয়ে আরও গভীর সহযোগিতা চালাবে। তিনি বলেন, চীনে প্রতি বছর ২০-৩০ লাখ পর্যটক ক্রুজের মাধ্যমে ভ্রমণ করেন। সেজন্য তিন বছর আগে থেকেই লাওক্স প্রতিষ্ঠান শাংহাই ক্রুজ সেন্টারের সঙ্গে সহযোগিতা শুরু করে।

জানা গেছে, এবারের মেলায় লাওক্স প্রতিষ্ঠানের ১৫টি কোম্পানি অংশগ্রহণ করছে।

এছাড়া বিশ্বের টপ ৫০০ প্রতিষ্ঠানের অন্যতম- জনসন অ্যান্ড জনসন কোম্পানিসহ যুক্তরাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে।

চীন আন্তর্জাতিক আমদানি মেলাবিষয়ক ব্যুরোর উপ-মহাপরিচালক লিউ ফু স্যুয়ে বলেন, গত ৭ নভেম্বর পর্যন্ত দ্বিতীয় চীন আন্তর্জাতিক মেলায় ২৫৮টি অনুষ্ঠান আয়োজিত হয়। সে সব অনুষ্ঠানে ১২০০টি অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ২৬০০টি ক্রেতা-প্রতিষ্ঠানের সঙ্গে বহুবার বৈঠক করেছে। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040