জ্যামেইকার প্রধানমন্ত্রীকে চীনে স্বাগত জানালেন চীনের প্রধানমন্ত্রী
  2019-11-08 19:43:01  cri
নভেম্বর ৮: চীন সফর করছেন জ্যামেইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস। তাঁর সম্মানে আজ (শুক্রবার) বেইজিংয়ের গণ-মহাভবনের মহাচত্বরে স্বাগত অনুষ্ঠানের আয়োজন করেন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) ভাইস চেয়ারম্যান, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মহাপরিচালক হ্য লি ফেং এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ছাই/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040