'বিদেশি অর্থ ব্যবহারের অগ্রসর প্রস্তাব' দিয়েছে বেইজিং
  2019-11-08 19:08:38  cri
নভেম্বর ৮: গতকাল (বৃহস্পতিবার) চীনের রাষ্ট্রীয় পরিষদ 'বিদেশি অর্থ ব্যবহারের অগ্রসর প্রস্তাব' প্রকাশ করেছে। প্রস্তাবে বৈদেশিক উন্মুক্তকরণ জোরদার, বিনিয়োগ বাড়ানো, বিনিয়োগের সুবিধা সংস্কার ও বিদেশি ব্যবসায়ের বৈধ স্বার্থ সুরক্ষায় চারটি ক্ষেত্রের ২০টি ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়েছে।

প্রস্তাবে বলা হয়, অব্যাহতভাবে সমগ্র চীন ও পরীক্ষামূলক অবাধ বাণিজ্যে বিদেশি বিনিয়োগের শর্ত হ্রাস করা হবে। সার্বিকভাবে চীনে বিদেশি ব্যাংক, সিকিউরিটিজ সংস্থা ও তহবিল পরিচালনা সংস্থাসহ ব্যাংকিং সংস্থার ব্যবসায়ের আওতা বাড়ানো হবে। ২০২০ সালে সিকিউরিটিজ সংস্থা, সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজমেন্ট সংস্থা, ফিউচার কোম্পানি ও জীবন বীমা সংস্থার বিদেশি শেয়ারহোল্ডিংয়ের ক্ষেত্রে ৫১ শতাংশের সীমানা বাতিল করা হবে।

(ছাই/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040