চীনের রাজনৈতিক ব্যবস্থার মুখে কালি দেওয়ার জন্য মাইক পম্পেও'র প্রতি তীব্র অসন্তোষ জানিয়েছে বেইজিং
  2019-11-08 19:05:32  cri
নভেম্বর ৮: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল (বৃহস্পতিবার) জার্মানি সফরকালে চীনের রাজনৈতিক ব্যবস্থার মুখে কালি দিয়েছেন এবং তথাকথিত 'চীনা হুমকির' কথা তুলে ধরেছেন। এতে চীন তীব্র অসন্তোষ ও বিরোধিতা জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (শুক্রবার) বেইজিংয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ নিন্দা জানান।

উল্লেখ্য, পম্পেও বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) চ্যালেঞ্জের কারণে জার্মান টেলিযোগাযোগ নেট গঠন আরও জটিল হবে।

এ সম্পর্কে মুখপাত্র বলেন, পম্পেও চীনা জনগণ ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ককে উস্কে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু, প্রায় শতাধিক বছরে চীনের ক্ষমতাসীন পার্টি সিপিসি'র প্রতি জনগণের গভীর আস্থা ও আন্তরিক সমর্থন রয়েছে। পম্পেও'র কথা খুবই বিপজ্জনক। তাঁর কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার চীনবিরোধী হয়ে ব্যক্তিগত রাজনৈতিক মুনাফা খোঁজার অসত্ উদ্দেশ্য সম্পূর্ণ প্রকাশিত হয়েছে। আমরা তাকে চীনের বিরুদ্ধে অপবাদ না দেওয়ার অনুরোধ জানাই।

(ছাই/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040