এদিন ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন সুয়ান পুক সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ভিয়েতনামের সংশ্লিষ্ট বিভাগকে ব্রিটিশ সরকারের সঙ্গে সমস্যা সমাধানের নির্দেশ দেন; যাতে শিগগিরি লাশগুলো দেশে ফিরিয়ে নেওয়া যায়।
তিনি আরও বলেন, মানব পাচারসহ বিভিন্ন অবৈধ আচরণের তীব্র নিন্দা জানায় তাঁর সরকার এবং এমন গুরুতর অপরাধ দমনে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা করতে চান তিনি। সংশ্লিষ্ট দুর্ঘটনার তদন্ত, মামলা ও বিচার যত দ্রুত সম্ভব সম্পন্ন করার আশা করেন তিনি, যাতে অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া যায়।
(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)