চাং ইয়ু শেং(২)
  2019-11-08 11:01:59  cri

১৯৯১ সালের জুন মাসে চাং ইয়ু শেং সেনাবাহিনী থেকে অবসর নেন। ১৯৯২ সালের ফেব্রুয়ারি মাসে চাং ইয়ু শেং যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে গিয়ে 'আমাকে চাঁদে নিয়ে যাবে' শীর্ষক গানটি রেকর্ড করেন। একই বছরের জুলাই মাসে 'আমাকে চাঁদে নিয়ে যাবে' অ্যালবাম আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস-এর এশিয়া অঞ্চলের শ্রেষ্ঠ এমটিভি'র মনোনোয়ন পায়।

১৯৯২ সালে চাং ইয়ু শেং নিজের রচিত অ্যালবাম 'চাং ইয়ু শেং-এর গান' প্রকাশ করেন। ডিসেম্বর মাসে চাং ইয়ু শেং-এর চতুর্থ অ্যালবাম 'সমুদ্র' বাজারে আসে। এই অ্যালবামের প্রত্যেক গানই সুন্দর জীবনের জন্য চাং ইয়ু শেং-এর আকাঙ্ক্ষা ও প্রশংসার প্রতিফলন। এতে জীবন ও সমাজ সম্বন্ধে চাং ইয়ু শেং-এর জটিল অনুভূতিও তুলে ধরা হয়েছে।

১৯৯৩ সালের এপ্রিল মাসে চাং ইয়ু শেং প্রথমবারের মতো অপেরা 'ছোট থানায়' অভিনয় করেন। একই বছরের জুন মাসে তাঁর পঞ্চম অ্যালবাম 'সারা দিন সাঁতারের মাছ' প্রকাশিত হয়। পুরো অ্যালবামটিতে তাঁর স্কুলজীবনের স্মৃতিচারণ করা হয়েছে। এই অ্যালবামে নিজের ছোট বোনের জন্য চাং ইয়ু শেং-এর রচিত 'ছোট বোন, শুভ রাত্রী'-ও অন্তর্ভুক্ত করা হয়।

১৯৯৪ সালের জানুয়ারি মাসে চাং ইয়ু শেং-এর শ্রেষ্ঠ গান নিয়ে 'স্বাধীনতার গান' নামের অ্যালবাম প্রকাশিত হয়। অগাস্ট মাসে তাঁর আরেকটি অ্যালবাম 'কারাওকে, তাইপেই, ও আমি' প্রকাশিত হয়। এই অ্যালবামে যদিও তাইপেই-এর গল্পের পাশাপাশি, শিল্পযুগের ও আধুনিক শহরের অভিন্ন সমস্যা বর্ণনা করা হয়েছে।

১৯৯৫ সালের মার্চ মাসে চাং ইয়ু শেং-এর অ্যালবাম 'এখনো বন্ধু' রিলিজ হয়। ১৯৯৬ সালের এপ্রিল মাসে তাঁর আরেকটি অ্যালবাম 'হংকংয়ে গিয়ে দেখবো' প্রকাশিত হয়।

১৯৯৭ সালের মে মাসে চাং ইয়ু শেং চীনের বিখ্যাত কন্ঠশিল্পী চাং হুই মেই-এর জন্য 'BAD BOY' নামের অ্যালবাম তৈরি করেন। অগাস্ট মাসে তিনি আবারও চাং হুই মেই-এর জন্য 'আমি তোমার জন্য রান্না করবো' শীর্ষক অ্যালবাম তৈরি করেন।

১৯৯৭ সালের অক্টোবর মাসে চাং ইয়ু শেং 'say yes and mean no' নামের অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবামের ১১টি গানের সবকটিই চাং ইয়ু শেং-এর নিজের রচনা।

১৯৯৭ সালের ২১ অক্টোবর ভোর ২টা ৫০ মিনিটে চাং ইয়ু শেং গাড়ি চালিয়ে বাসায় ফেরার পথে গাড়ি দুর্ঘটনার শিকার হন। এতে তিনি নিহত হন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল মাত্র ৩১ বছর।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং ইয়ু শেং সম্পর্কে আরও তথ্য শেয়ার করলাম এবং তার কণ্ঠে আরও কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040