সুরের ধারায়----চীনা গায়ক তাই ছুয়ান
  2019-11-07 19:32:41  cri

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের একজন জনপ্রিয় গায়ক ও প্রযোজক তাই ছুয়ানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তিনি তার চীনা বৈশিষ্ট্যময় গানের জন্য পরিচিত। গান গাওয়ার পাশাপাশি তাই ছুয়ান বেশ কিছু সফল কনসার্ট করেছেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তাই ছুয়ানের কিছু সুন্দর গান শুনবো।

তাই ছুয়ান ১৯৭৯ সালে চীনের আন হুই প্রদেশের উ হু শহরে জন্মগ্রহণ করেন। তার বাবার প্রভাবে ছোট বয়স থেকেই তাই ছুয়ান সংগীত শিখতে শুরু করেন। পাশ্চাত্য ক্লাসিক সংগীতেই তার হাতেখড়ি। প্রাথমিক স্কুলে তিনি একোর্ডিয়ান ও বেহালা বাজানো শিখেন। তবে খুব ভালো দক্ষতার জন্য মাধ্যমিক স্কুলের সময়ে তিনি আন হুই হুয়াং মেই অপেরা স্কুলে ভর্তি হন। হুয়াং মেই অপেরা চীনের হান জাতি ও আনহুই প্রদেশের স্থানীয় ঐতিহ্যগত অপেরা, এটি হচ্ছে চীনের ৫টি গুরুত্বপূর্ণ অপেরার মধ্যে অন্যতম। সেখানে তাই ছুয়ান চীনের ঐতিহ্যগত সংগীত ও লোকসংগীতের বাদ্যযন্ত্র সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। এরপর তাই ছুয়ান নানচিং আর্টস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সুর করা শিখেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি একটি রক ব্যান্ড প্রতিষ্ঠা করেন এবং প্রধান গায়ক হিসেবে কাজ করেন। সমৃদ্ধ সংগীত অভিজ্ঞার জন্য তাই ছুয়ানের সংগীতশৈলী বৈচিত্র্যময় এবং বিভিন্ন ধরনের সংগীতের বৈশিষ্ট্য তার গানে শোনা যায়।

বন্ধুরা, এখন শুনুন তাই ছুয়ানের একটি সুন্দর গান 'বসন্তকালের বাতাস'। গান ১

বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর তাই ছুয়ান প্রযোজক হিসেবে কাজ করেন এবং অন্যান্য গায়ক ও অনুষ্ঠানের জন্য গান রচনা করেন। বন্ধুরা, এখন শুনুন চীনের জনপ্রিয় গায়ক চাং সিন চ্য'র জন্য রচিত তাই ছুয়ানের একটি সুন্দর গান 'বলো না'। গান ২

২০১৩ সালে তাই ছুয়ান চীনের জনপ্রিয় টিভি সংগীত অনুষ্ঠান 'ভয়েস অফ চায়নাতে' অংশ নেন এবং একজন গায়ক হিসেবে মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে শুরু করেন। তিনি সুন্দর জ্যাজ সংগীতের কারণে বিচারকদের প্রশংসা পান এবং দর্শকদের কাছে প্রিয় হন।

বন্ধুরা, এখন তাই ছুয়ান গাওয়া একটি সুন্দর জ্যাজ গান 'কখনও কখনও' শুনবো। গান ৩

২০১৫ সালে তাই ছুয়ান অন্য একটি জনপ্রিয় সংগীতানুষ্ঠান 'চীনা ভালো গানে' অংশ নেন। অনুষ্ঠানে তার রচিত গান 'উ খোং' সবার মন জয় করে। গানটি চীনের বিখ্যাত প্রাচীন উপন্যাস 'পশ্চিমদেশ অভিমুখে যাত্রার' প্রধান চরিত্র সুন উ খোংয়ের উপর ভিত্তি করে রচিত হয়। উপন্যাসে সুন উ খোং বা বানর রাজা একজন বিদ্রোহী বীর হিসেবে পরিচিত। গানটি প্রকাশের পরই অনেক জনপ্রিয় হয়ে ওঠে এবং ২০১৬ সালে শ্রেষ্ঠ গানের পুরস্কার পায়।

বন্ধুরা, এখন তাই ছুয়ানের গান 'উ খোং' শুনবো। গান ৪

'উ খোং' এর বিশেষ শৈলীর গান আপনার কেমন লেগেছে? তাই ছুয়ান সবসময় বিভিন্ন সংগীত উপাদান একসঙ্গে মিলিয়ে চীনা বৈশিষ্ট্যময় গান রচনা করতে পছন্দ করেন। যেমন 'উ খোং' গানে পপ সংগীত ও চীনা অপেরার স্বাদ পাওয়া যায়। বন্ধুরা, এখন শুনুন তাই ছুয়ানের একটি চীনা বৈশিষ্ট্যময় ব্যালাড গান (ballad) 'সিয়াও ইয়ু হুয়াং শান'। গান ৫

এবার আমরা শুনবো তাই ছুয়ানের জনপ্রিয় একটি গান, গানের নাম 'ছাং এ্য'। ছাং এ্য হচ্ছে চীনের কিংবদন্তিতে চাঁদের দেবী, গানটিও এই ছাং এ্য'র গল্প অনুসারে রচিত হয়। গানে বিভিন্ন চীনা ঐতিহ্যগত বাদ্যযন্ত্র ও পপ সংগীতের সমন্বয় শোনা যায়। গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা তাই ছুয়ানের আরও একটি সুন্দর গান 'শাংহাইয়ের মার্চ' শুনবো। আশা করি এই কোমল সুরের গান আপনাদের ভালো লাগবে। গান ৭

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040