ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর জানায়। খবরে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি ও দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা কমিশনের নির্দেশে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে ইরানের আণবিক শক্তি সংস্থা এসব সামগ্রী ফোরদু পরমাণু স্থাপনায় পাঠিয়েছে।
রুহানি বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরমাণু সমৃদ্ধকরণের কাজ আবারও শুরু করার ঘোষণা দেন। তিনি বলেন, ফোরদু স্থাপনায় ১০৪৪টি সেন্ট্রিফিউজে গ্যাস ঢুকানোর কাজ শুরু হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, পরমাণু কর্মসূচিতে ইরানের ফিরে আসার জন্য ওয়াশিংটনই দায়ী।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভ বুধবার বলেন, ইরান পরমাণু চুক্তির বাস্তবায়ন বন্ধ করার যে ঘোষণা দিয়েছিল, তা 'পরমাণু অস্ত্র অবিস্তার চুক্তি' লঙ্ঘন না করার শর্তে নিজের প্রয়োজনে নেওয়া সিদ্ধান্ত।
(শুয়েই/তৌহিদ)