চীনের দ্বিতীয় হাইনান দ্বীপ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের প্রেস ব্রিফিং
  2019-11-07 10:38:03  cri

দ্বিতীয় হাইনান দ্বীপ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব ১ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত চীনের হাইনান প্রদেশের সানইয়া শহরে অনুষ্ঠিত হবে। ২৫ অক্টোবর বেইজিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এবারের হাইনান দ্বীপ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের সামগ্রিক পরিকল্পনা এবং বৈশিষ্ট্য ও আকর্ষণীয় বিষয় তুলে ধরা হয়। ফ্রান্সের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী সোফি মার্সিউ এবারের হাইনান দ্বীপ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে চিত্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রেস ব্রিফিংয়ে তিনি ভিডিও'র মাধ্যমে এবারের চলচ্চিত্র উত্সব সফলভাবে আয়োজনে নিজের শুভেচ্ছা প্রকাশ করেন। ভিডিওতে তিনি বলেন, হাইনান দ্বীপ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব হলো বৈশ্বিক শিল্প, সংস্কৃতি ও চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার বিনিময়ের প্লাটফর্ম। এ উত্সবের চিত্রদূত হিসেবে কাজ করতে পেরে তিনি গৌরব বোধ করেন।

তাছাড়া, জাপানের চলচ্চিত্র পরিচালক কিয়োশি কুরোসাওয়া, চীনের হংকংয়ের বিখ্যাত পরিচালক স্টেনলি কোয়ান কাম-পাং, ইরানের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক আসঘার ফারহাদি প্রমুখ চলচ্চিত্র উত্সবে অংশ নেবেন। তারা সবার সঙ্গে তাদের অভিজ্ঞতা ও সৃষ্টির অনুভূতি শেয়ার করবেন।

উল্লেখ্য, এবারের চলচ্চিত্র উত্সব চীনের জাতীয় চলচ্চিত্র ব্যুরোর নির্দেশনায় চায়না মিডিয়া গ্রুপ এবং হাইনান প্রদেশের সরকারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে। উত্সবে উদ্বোধনী অনুষ্ঠান, প্রতিদ্বন্দ্বিতার ইউনিট, চলচ্চিত্র প্রদর্শনী, বিভিন্ন থিম ফোরাম এবং সমাপনী অনুষ্ঠানসহ বিভিন্ন ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে।

অন্য বড় চলচ্চিত্র উত্সবের তুলনায় চলচ্চিত্র প্রদর্শনী হলো হাইনান দ্বীপ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের প্রশংসনীয় একটি বৈশিষ্ট্যসম্পন্ন অংশ। সাধারণ সিনেমা হলে প্রদর্শনী ছাড়াও, সাংগঠনিক কমিটি হাইনান দ্বীপের ভৌগলিক বৈশিষ্ট্য অনুযায়ী 'বহিরাঙ্গন সৈকতে প্রদর্শনী' ইউনিট স্থাপন করে। তা ছাড়া, সারা বছর সারা দ্বীপে ভ্রাম্যমান প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনের পদ্ধতি বৈচিত্র্যময় করে তোলার সঙ্গে সঙ্গে চলচ্চিত্রশিল্প সাধারণ শহরবাসীদের মধ্যে জনপ্রিয় করে তোলা হয়। ফলে আরো বেশি লোক চলচ্চিত্র ও চলচ্চিত্র উত্সবের বিশেষ আকর্ষণীয় শক্তি অনুধাবন করতে পারেন।

উল্লেখ্য, এবারের চলচ্চিত্র উত্সবে মোট ৮টি প্রদর্শনী ইউনিট স্থাপন করা হয়। এতে সারা বছর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে জনপ্রিয় ও প্রশংসনীয় চলচ্চিত্র বেছে নিয়ে প্রদর্শিত হবে।

এবারের চলচ্চিত্র উত্সবে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতার ইউনিট বা 'গোল্ডেন কোকোনাট' পুরস্কার নির্বাচন স্থাপন করা হয়। প্রেস ব্রিফিংয়ে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র উপ-সম্পাদক রেন ছিয়েন বলেন, এবারের 'গোল্ডেন কোকোনাট' পুরস্কারের মধ্যে রয়েছে, শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক পুরস্কার, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকারসহ ১০টি পুরস্কার। দেশি-বিদেশি শ্রেষ্ঠ শিল্পকর্মকে উত্সাহ দিতে এবারের 'গোল্ডেন কোকোনাট' পুরস্কার নির্বাচনে নগদ পুরস্কারও স্থাপন করা হয়। অধিবৃত্তির পরিমাণ ৯ লাখ ৩০ হাজার ইউয়ান রেনমিনপিতে দাঁড়িয়েছে।

এবারের হাইনান দ্বীপ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের কেন্দ্রীয় অংশ হিসেবে 'গোল্ডেন কোকোনাট' পুরস্কার নির্বাচনের অর্থ খুব সুদীর্ঘকালের। যা চলচ্চিত্রের সঙ্গে লিপ্ত থাকা নির্মাণকারীদের এক প্লাটফর্ম যোগানো ছাড়াও, আন্তর্জাতিকভাবে চলচ্চিত্র ও সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা বেগবান করতে সক্ষম।

তা ছাড়া, এবারের চলচ্চিত্র উত্সবের সাংগঠনিক কমিটি 'শিল্প চেইন' এই ইউনিট স্থাপন করে। ভেনচার ক্যাপিটাল ও বাজারের প্রদর্শনীসহ ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রশিল্প, সংস্কৃতি ও পর্যটনশিল্প এবং সংশ্লিষ্ট শিল্প চেইনের উন্নয়ন বাস্তবায়িত হবে।

হাইনান প্রদেশের চলচ্চিত্র ব্যুরোর মহাপরিচালক ফু সুয়েন কুও বলেন, এবারের হাইনান দ্বীপ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব সংস্কৃতি ও শিল্পের পদ্ধতিতে চলচ্চিত্রের দিক দিয়ে বিশ্বের কাছে চীনের উন্মুক্ততা সম্প্রসারণের প্রতিজ্ঞা, সম্প্রীতিতে বাস করার উন্নয়নের চিন্তাধারা এবং মতবিরোধ পাশে রেখে মতৈক্য অন্বেষণ করার সহনশীল দৃষ্টিভঙ্গি তুলে ধরবে।

(লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040