শাংহাইয়ে ফরাসি প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সাথে চীনা প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সাক্ষাত্
  2019-11-06 11:07:00  cri

নভেম্বর ৬: গতকাল (মঙ্গলবার) রাতে শাংহাইয়ে সফররত ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকখোঁ ও ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাকখোঁর সাথে সাক্ষাত্ করেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও ফার্স্ট লেডি পেং লি ইউয়ান।

 

সাক্ষাত্কালে প্রেসিডেন্ট ম্যাকখোঁর চীন সফর ও প্রথমবারের শাংহাই সফরকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট সি বলেন, শাংহাই চীনের সংস্কার ও উন্মুক্তকরণ এবং উন্নয়নের সংক্ষিপ্তসার, যাতে গত কয়েক দশক বছরে চীন ও বিশ্বের সাথে সম্পর্কের পরিবর্তনও প্রতিফলিত হয়। এবারের সফরে শাংহাইয়ের মাধ্যমে চীনকে সঠিক জানার আশা প্রকাশ করেন সি। ইয়ুইউয়ান প্রাচীনকালে চীনের সুন্দর বাগানের অন্যতম, যা ঐতিহ্যিক সংস্কৃতির প্রতীক। সংস্কৃতি ও শিল্পকলার ধারণা ভিন্ন, তবে লোকজনের মনে অভিন্ন অনুভূতি সৃষ্টি করে। চীন ও ফ্রান্সের প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার প্রতিনিধি হিসেবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে অভিজ্ঞতা বিনিময় করা উচিত।

ম্যাকখোঁ বলেন, দ্বিতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলায় প্রেসিডেন্ট সি'র ভাষণ তাঁর মনে গভীর ছাপ ফেলেছে। চীনের উন্মুক্তকরণ, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তোলা এবং পারস্পরিক উপকারিতা ও অভিন্ন স্বার্থ অর্জনের প্রশংসা আর সমর্থন করে তাঁর দেশ। তিনি আরো বলেন, শাংহাই এক বিস্ময়কর শহর, তার মাধ্যমে চীনের উন্মুক্তকরণ ও ভবিষ্যত দেখতে সক্ষম। (সুবর্ণা/টুটুল/শুয়ে ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040