গণমাধ্যমের বিরুদ্ধে সহিংসতা সম্পর্কে সতর্ক করেছে ইউনেস্কো
  2019-11-03 18:53:43  cri
নভেম্বর ৩: শনিবার ছিল 'সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা আন্তর্জাতিক দিবস'। ফ্রান্সে অবস্থিত জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে গণমাধ্যমের বিরুদ্ধে সহিংস তত্পরতার বিষয়ে সতর্ক করে দেয়।

প্রতিবেদনে বলা হয়, ২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত সমগ্র বিশ্বে মোট ১১০৯জন সাংবাদিক কর্তব্যরত অবস্থায় নিহত হয়েছেন। এর মধ্যে সাংবাদিকদের ওপর অন্যায়কারী প্রায় ৯০ শতাংশ দোষী ব্যক্তির বিচার হয় নি।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৭ ও ২০১৮ সালে শান্তিপূর্ণ পরিস্থিতিতে ৫৫ শতাংশ সাংবাদিক হত্যার ঘটনা ঘটে। গত অক্টোবর পর্যন্ত সাংবাদিক নিহতের সংখ্যা কমেছে।

উল্লেখ্য, ইউনেস্কো সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমে হামলা রোধ করার বিষয়ে আলোচনা ও প্রচার করবে।

(ছাই/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040