সহজ চীনা ভাষা----'শেষ ক্লাস'
  2019-11-04 14:08:42  cri

বন্ধুরা, এবার আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি।

এই পাঠ হচ্ছে ফ্রান্সের বিখ্যাত ঔপনাসিক Alphonse Daudetর একটি উপান্যাস। এই পাঠ ১৮৭৩ সালে লিখিত হয়, আর তা ফ্রাসের একটি যুদ্ধের সঙ্গে জড়িত। ১৮৭০ সালে ফ্রান্স ও প্রুশিয়া রাজের যুদ্ধ শুরু হয়। ১৮৭১ সালে ফ্রান্স যুদ্ধে পরাজয় হওয়ার পর প্রুশিয়া তার এক তৃতীয়াংশের ভূখন্ড দখল করেছে। সবাই জানে মাতৃভাষার গুরুত্ব, বিশেষ করে ছাত্রদের জন্য। মাতৃভাষার পরিবর্তন প্রায় মাতৃভূমি ও সংস্কৃতির যংযোগের বিচ্ছন্নতার প্রতীক। আরো ভালোভাবে দখলকৃত অঞ্চল শাসন করার জন্য প্রুশিয়া সরকার দাবি করে সেসব অঞ্চলের স্কুলে শুধু জার্মানি ভাষা শিখাতে পারে। উপন্যাস 'শেষ ক্লাস' এমন প্রেক্ষাপটে রচিত হয়।

এই পাঠে লেখা হয় ফ্রান্সের একটি প্রাথমিক স্কুলের শেষ ফরাসি ক্লাস। এই শেষ ক্লাসের জন্য শিখক সুন্দর আনুষ্ঠানিক পোশাক পরেছে। সাধারণত কোলাহলপূর্ণ ছাত্ররা এটা তাদের শেষ ফরাসি ক্লাস জানে সব শান্ত হয়। সবাই খুব দুঃখ ও মনোযোগ নিয়ে এই ক্লাস শেষ করে। এই শেষ ফরাসি ক্লাস যেন তারা মাতৃভূমি বিদায়ের অনুষ্ঠান।

'শেষ ক্লাস' সরাসরি যুদ্ধ লেখা হয়নি, কিন্তু জীবনের একটি ছোট ব্যাপারের মাধ্যমে যুদ্ধের ফল প্রতিফলিত হয়। এ থেকে মাতৃভূমির প্রতি ফরাসিদের ভালোবাসা ও দৃঢ় বিশ্বাসও তুলে ধরেছে।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

课 ক্লাস 上课 shàng kè ক্লাস করা

最后zuì hoù

老师 lǎo shī শিক্ষক 学生 xué sheng ছাত্র/শিক্ষার্থী

学习xué xí শিখা/লেখাপড়া করা 学习中文 xué xí zhōng wén ফরাসি শিখা 学习写作 xué xí xiě zuòপ্রবন্ধ লিখতে শিখা

背诵 beì sòng মুখস্থ করা 背诵课文 beì song kèwén পাঠ মুখস্থ করা

母语 mǔ yǚ মাতৃভাষা

迟到 chí dào দেরি হওয়া

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040