নারী শ্রমিক নির্যাতনের বিষয়ে সৌদি আরবকে জানানো হবে : পররাষ্ট্রমন্ত্রী
  2019-10-31 19:12:08  cri
সৌদি আরবে বাংলাদেশের নারী শ্রমিকদের নির্যাতন ও হত্যার বিষয়ে সৌদি সরকারকে জাননো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন লাখ লাখ শ্রমিকের মধ্যে নির্যাতনের এ ঘটনা খুবই নগণ্য। তবে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো বিধায় এ সব বিষয়ে রিয়াদকে অবহিত করে প্রতিকার চাওয়া হবে। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার বরাবরই মিথ্যাচার করছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে এখনো সিদ্ধান্ত হয়নি। আগামী ২৮ নভেম্বর থেকে ই-পাসপোর্ট দেয়া শুরু হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040