একনেক বৈঠকে ১০টি প্রকল্প অনুমোদন
  2019-10-29 18:50:47  cri
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক বৈঠক মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ১১ হাজার ৪৬৭ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করা হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক নিরাপত্তা তদারকিকরণের লক্ষ্য নিউক্লিয়ার রেগুলেটরি ইনফ্রাস্টাকচার উন্নয়ন প্রকল্প, আদমশুমারি ও গৃহগণনা প্রকল্প অন্যতম। আগামী ২ জানুয়ারি থেকে জনশুমারি ২০২১ শুরু হবে বলে জানান তিনি। এবারের জনশুমারিতে বিদেশে অবস্থানরতদের অন্তর্ভুক্ত করা হবে। দেশের দক্ষিণাঞ্চলে আরো একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার কথা প্রধামন্ত্রী ভাবছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040