আফগানিস্তানে সহিংসতা হ্রাসে চেষ্টা চালাতে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি পাক প্রধানমন্ত্রীর আহ্বান
  2019-10-29 18:42:45  cri
অক্টোবর ২৯: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল (সোমবার) ইসলামাবাদে, মার্কিন সরকারের আফগানবিষয়ক বিশেষ প্রতিনিধি জালময় খলিলজাদ-এর সঙ্গে সাক্ষাতে, আফগানিস্তানের সংশ্লিষ্ট সকল পক্ষকে সহিংসতা হ্রাসে অবদান রাখতে আহ্বান জানান।

তিনি বলেন, আফগানিস্তানে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার পক্ষে আছে তাঁর দেশ। আফগানিস্তানে শান্তি-প্রক্রিয়ার পথে বাধাগুলো কাটিয়ে উঠতে সকল পক্ষের একযোগে কাজ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আফগানিস্তানে শান্তির প্রতিষ্ঠার জন্য পাকিস্তান সম্ভাব্য সবকিছু করবে। আফগানিস্তান তথা এতদঞ্চলের টেকসই ও শান্তিপূর্ণ উন্নয়ন, নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জন পাকিস্তানের জাতীয় স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন। (জিনিয়া/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040