সব প্রতিষ্ঠানে কেন মাতৃদুগ্ধ কর্নার নয় : কারণ দর্শাতে হাইকোর্টের রুল
  2019-10-27 19:01:50  cri
দেশের সব প্রতিষ্ঠানে কেন মাতৃদুগ্ধ ও শিশু পরিচর্যা কর্ণার স্থাপনের নির্দেশ দেয়া হবে না- জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

রোববার বিচারপতি দীলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। একই সঙ্গে পাবলিক প্লেস ও বেসরকারি প্রতিষ্ঠানে মাতৃদুগ্ধ কর্নার স্থাপনে নীতিমালা তৈরি করতে কেন নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, নারী ও শিশুকল্যাণ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040