মস্কোয় আফগান সমস্যাবিষয়ক চতুর্থ ত্রিপক্ষীয় সম্মেলন অনুষ্ঠিত
  2019-10-26 15:42:46  cri
অক্টোবর ২৬: মস্কোয় আফগান সমস্যাবিষয়ক চতুর্থ ত্রিপক্ষীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শুক্রবার)-এর এই সম্মেলনে অংশ নেন চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।

পাশাপাশি, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের প্রতিনিধিদের মধ্যে আফগান সমস্যা নিয়ে আলাদা আলোচনাও অনুষ্ঠিত হয়। আলোচনায় আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং অখণ্ডতাকে সম্মান করার কথা পুনরায় উল্লেখ করা হয়। এ ছাড়া, এই চারটি দেশ আফগানিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য করণীয় নিয়েও মত বিনিময় করেছে।

চার দেশ মনে করে, আফগানিস্তানের স্থায়ী শান্তি শুধুই রাজনৈতিক আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব। চীন, রাশিয়া ও পাকিস্তান এসময় যুক্তরাষ্ট্র-তালিবান সংলাপ পুনরায় শুরুর ওপর গুরুত্বারোপ করে।

চার দেশ সংঘর্ষে জড়িত বিভিন্ন পক্ষকে সহিংসতা বন্ধ করে আলোচনার জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার আহ্বানও জানিয়েছে। তারা বলেছে, যে-কোনো শান্তিচুক্তিতে নারী, বয়ঃপ্রাপ্ত মানুষ, শিশু, ও সংখ্যালঘু জাতির অধিকার সংরক্ষণের নিশ্চয়তা থাকতে হবে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040