ঢাকায় কনফুসিয়াস ক্লাসরুমের বিশেষ সম্মেলন অনুষ্ঠিত
  2019-10-26 15:31:22  cri

অক্টোবর ২৬: গতকাল (শুক্রবার) সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের বিশেষ সম্মেলন বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ওভারসিস চায়নিজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশে বিভিন্ন চীনা শিল্পপ্রতিষ্ঠান, বাংলাদেশে চীনের প্রতি বন্ধুভাবাপন্ন বিভিন্ন প্রতিষ্ঠান, বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, এবং বাংলাদেশি শিক্ষার্থীসহ প্রায় দু'শ লোক এতে অংশ নেন।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল: 'যুবকদের কল্পনা ও সুযোগ সীমাহীন'। সম্মেলনের উদ্দেশ্য ছিল, চীনা ভাষা শিখতে বাংলাদেশের শিক্ষার্থীদের উত্সাহিত করা, চীনা সংস্কৃতি সম্পর্কে জানতে তাদের আগ্রহী করে তোলা, এবং কনফুসিয়াস ক্লাসরুমের সাফল্য তুলে ধরা।

চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র সিসিটিভি'র বৈদেশিক যোগাযোগকেন্দ্রের উপ-প্রধান ওয়াং সিয়োং সিয়েন সম্মেলনে বলেন, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম সিএমজি'র একটি গুরুত্বপূর্ণ অংশ। ২০১৮ সালে কনফুসিয়াস ক্লাসরুমের অনুষ্ঠান বাংলাদেশের টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়, যেটি একটি রেকর্ড। আর ২০১৯ সালে বাংলাদেশের আরটিভি চ্যানেলে সিএমজি'র উদ্যোগে নির্মিত অনুষ্ঠান 'চায়না আওয়ার' সম্প্রচার শুরু হয়। এ অনুষ্ঠানে ক্লাসরুমের শিক্ষকরাও অংশ নিচ্ছেন। অনুষ্ঠানটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

বাংলাদেশের আরটিভি, বাংলা ভিশন, এবং দ্য ডেইলি সান পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সম্মেলনের খবর প্রচার করা হয়। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040