সুরের ধারায় ২৫ অক্টোবর ২০১৯
  2019-10-25 19:19:20  cri


বন্ধুরা, গত অনুষ্ঠানে শুনছিলেন, ভারতীয় সংগীত শিল্পী অনুপ জালোটার কণ্ঠে জনপ্রিয় কিছু সংগীত। আজও আমরা তার গাওয়া কিছু গান শোনাবো। আকাশবাণীতে কোরাস গায়ক হিসেবে সংগীতকে পেশা হিসেবে গ্রহণ করেন অণুপ জালোটা। তিনি সাধারণত সন্তুর, ঢোলক, সারদ, সারেঙ্গি, বেহালা, সেতার, তবলা, গিটার ইত্যাদি বাদ্যযন্ত্র ব্যবহার করেন।

তিনি ৮টি ভিন্ন ভাষায় গান গাইতে পারেন। এ পর্যন্ত দেড় সহস্রাধিক ভজন, গজল এবং অন্যান্য গান রেকর্ড করেছেন অণুপ জালোটা। ৫টি মহাদেশের চার শতাধিক শহরে প্রায় পাঁচ হাজার বার সরাসরি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। ৩০ বছর ধরে ভজন এবং গজল নিয়ে দুই শতাধিক এলবাম প্রকাশ করেছেন। অণুপ জালোটা ১০০ সোনা, প্লাটিনাম এবং মাল্টি-প্লাটিনামের ডিস্ক রেকর্ড করছেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040