নির্দেশনা না মানলে এমপিও বাতিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2019-10-23 18:35:27  cri

সারা দেশে নতুন করে ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবনে এ ঘোষণা দেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, নীতিমালা প্রণয়নের মাধ্যমে তার সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তি নিশ্চিত করেছে। এমপিওভুক্ত শিক্ষকরা যাতে ঠিকমত বেতন-ভাতা বুঝে পান সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান তিনি। তবে, নীতিমালা মেনে শিক্ষার মান ধরে রাখতে না পারলে এমপিও বাতিল হবে বলে সতর্ক করে দেন প্রধানমন্ত্রী। এ বছরের জুলাই থেকে নতুন এমপিওভুক্তি কার্যকর হবে। এর আগে ২০১০ সালে প্রায় দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040