২০২২ বেইজিং শীতকালীন অলিম্পক গেমসের জন্য প্রস্তুতি নিতে গত বছরের নভেম্বর মাসে চীনের স্কি জাম্পিং দল ফিনল্যান্ডের কুওপিও-তে যায়। স্কি জাম্পিং দলের সদস্যরা আগে স্কি জাম্পিং ক্রীড়াবিদ ছিলেন না। তারা অলিম্পিক গেমসের জন্য স্কি জাম্পিং নতুন করে শিখতে শুরু করেন। এ দলের কোচ কোজোনকোস্কি সম্প্রতি চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে বলেন, চীনের ক্রীড়াবিদদের প্রশিক্ষণের ক্ষেত্রে যে অগ্রগতি অর্জিত হয়েছে, তা তার প্রত্যাশার চেয়ে ভাল। তিনি বিশ্বাস করেন, ২০২২ সালের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে চীনের স্কি জাম্পাররা অনেক ভালো করবেন।
স্কি জাম্পিং বিপজ্জনক একটি ক্রীড়া। অনেকে একে 'সাহসী মানুষের খেলা' বলে ডাকে। এটি হবে শীতকালীন অলিম্পিক গেমসের একটি উপভোগ্য ইভেন্ট। স্কি জাম্পিং চীনে খুব জনপ্রিয় নয়। ২০২২ শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের জন্য আবেদন করার আগে চীনে নিবন্ধভুক্ত স্কি জাম্পিং ক্রীড়াবিদ ছিলেন মাত্র ৭১ জন। ২০২২ বেইজিং অলিম্পিক গেমসের জন্য চীন মার্শাল আর্ট ও অ্যাথলেটিক্সসহ অন্য ক্ষেত্র থেকে তরুণ ও প্রতিভাবান ক্রীড়াবিদ বাছাই করে এবং তাদেরকে স্কি জাম্পিংয়ের প্রশিক্ষণ দিতে শুরু করে। স্কি জাম্পিংয়ের কিংবদন্তি কোচ, ফিনল্যান্ড নাগরিক কোজোনকোস্কি তাদের কোচ নিযুক্ত হন।
চীন যে-ব্যবস্থা নেয়, এর আগে কখনও এমনটি দেখা যায়নি। চীনে স্কি জাম্পিংয়ের পেশাদার খেলোয়াড় কম এবং দক্ষতায়ও তারা তুলনামূলকভাবে পিছিয়ে আছেন। এমন প্রেক্ষাপটে চীন বিশেষ এ উদ্যোগ নেয়। তরুণ এ ক্রীড়াবিদরা কি অলৌকিক কিছু করতে পারবেন? এ প্রশ্নের উত্তরে কোজোনকোস্কি বলেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে খুব কম বয়স থেকে শিশুদেরকে স্কি জাম্পিং শেখানো হয়। তাই ইউরোপ ও আমেরিকার স্কি জাম্পাররা শিশুকাল থেকেই এ ক্রীড়ার সঙ্গে পরিচিত এবং তারা এ ক্রীড়া ভালোও বাসে। তবে চীনের অবস্থা এমন নয়। তিনি বলেন,
"চীনের অবস্থা ভিন্ন। তবে আমরা হাজার হাজার তরুণ-তরুণীর মধ্য থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ বাছাই করেছি এই ইভেন্টের জন্য। তারা চীনের পক্ষ থেকে অলিম্পিক গেমসে অংশ নিতে পারার সুযোগ পেয়ে গর্বিত। তাই তারা মনপ্রাণ ঢেলে প্রশিক্ষণ নিচ্ছেন। কেউ বলতে পারে না ভবিষ্যতে তারা কোন পর্যায়ে পৌঁছাতে পারবে। তবে আমরা মনে করি, দু'তিন বছরের প্রশিক্ষণ তাদেরকে উচ্চমানের স্কি জাম্পিং ক্রীড়াবিদে পরিণত করবে।"
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে গঠিত হয় চীনের স্কি জাম্পিং দল। দেশব্যাপী ৫ পর্যায়ের নির্বাচনের পর ২৮ জন ১৬-১৮ বছর বয়সী তরুণ ক্রীড়াবিদ নিয়ে গঠিত হয় এ দলটি। এর আগে তাদের স্কি'র অভিজ্ঞতা ছিল না। কেউ কেউ এমনকি কখনও তুষারও দেখেনি। ২০১৮ সালের নভেম্বর মাস থেকে তারা ফিন্যালন্ডে কোচ কোজোনকোস্কির অধীনে প্রশিক্ষণ নেওয়া শুরু করে। কোজোনকোস্কি বলেন, প্রশিক্ষণ খুব সুষ্ঠুভাবে চলছে। তিনি বলেন,
'সবকিছু প্রত্যাশার চেয়ে ভাল। এ পর্যন্ত নির্ভুল। যে কাজ আমরা করছি, তা আগে কেউ করেনি। তাই, আমি ও আমাদের দল খুবই অনুপ্রাণিত।'
চীনা ক্রিড়াবিদদের বৈশিষ্ট্য অনুযায়ী বিশেষ প্রশিক্ষণ-পদ্ধতি নির্ধারণ করতে হয়েছে। কোজোনকোস্কি প্রথমে এ-ক্রীড়ার প্রতি ক্রীড়াবিদদের আগ্রহ ও ভালবাসা সৃষ্টি করেন। তারপর তাদের জন্য উপযোগী জাম্প প্ল্যাটফর্ম ও যন্ত্র বাছাই করেন। ইউরোপীয় ও মার্কিন ক্রীড়াবিদদের প্রশিক্ষণ-কার্যক্রমের তুলনায় এ পদ্ধতি ভিন্ন। এ পদ্ধতি সম্পর্কে ভবিষ্যতে একটি বই লিখতে চান কোজোনকোস্কি। কেউ কেউ তার পদ্ধতির সফলতা নিয়ে সন্দিহান। এর প্রসঙ্গে কোজোনকোস্কি নিজের আস্থা প্রকাশ করেন। তিনি বলেন,"আমরা বিশ্বাস করি, স্কি জাম্পিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মবিশ্বাস। আর আত্নবিশ্বাস অর্জিত হয় প্রশিক্ষণের মাধ্যমে। আমাদের ক্রীড়াবিদদের শারীরিক অবস্থা ভাল; নিয়ন্ত্রণ-ক্ষমতা ও দৈহিক শক্তি ভাল; এবং তারা প্রতিভাবান। তাই আমরা সফল হব বলে বিশ্বাস করি আমি। বিশেষ করে, চীনা ক্রীড়াবিদের দায়িত্ববোধ আছে এবং তাদের মনোভাব খুবই ইতিবাচক।"
যদিও এ তরুণ চীনা ক্রীড়াবিদরা মাত্র যাত্রা শুরু করেছেন, তবে তাদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যেই লক্ষ্যণীয় অগ্রগতি অর্জন করেছে। এক তরুণ কিছুদিন আগে ফিনল্যান্ডের জাতীয় পর্যায়ের গেমসে পঞ্চম স্থান অর্জন করে এবং এক তরুণী ২০২০ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় যুব শীতকালীন অলিম্পিক গেমসে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে। কোজোনকোস্কি বলেন, গত নভেম্বরে যখন তারা ফিনল্যান্ডে প্রশিক্ষণগ্রহণ শুরু করেন, তখন প্রশিক্ষণার্থীদের কেউ কেউ জীবনে প্রথম তুষার দেখে। তাদের মধ্যে কেউ কেউ তুষারের স্বাদ জানতে একটু খেয়েও দেখে! প্রশিক্ষণ শুরুর মাস খানেকের মধ্যেই তারা স্কি জাম্পিং প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের পরিশ্রম এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোজোনকোস্কি বলেন, চীনা ক্রীড়াবিদের দায়িত্ববোধ বেশি এবং তারা দিন-রাত পরিশ্রম করে। তারা বিশ্বের যে-কোনো দেশের স্কি জাম্পিং খেলোয়াড়ের চেয়ে বেশি সময় প্রশিক্ষণে ব্যয় করে।
মানুষ কোজোনকোস্কি-কে স্কি জাম্পিংয়ের 'কিংবদন্তি কোচ' বলে ডাকে। তিনি অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ও নরওয়ের জাতীয় স্কি জাম্পিং দলের কোচ ছিলেন। গেল ২০ বছরে তার নির্দেশনায় ক্রীড়াবিদরা ৩৪টি অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক অর্জন করে। পাশাপাশি তিনি ফিনল্যান্ড অলিম্পিক কমিটির উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও আন্তর্জাতিক স্কি ইউনিয়ন স্কি জাম্পিং কমিটির চেয়ারম্যানও। তিনি বলেন, চীনা জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার মূল কারণ হলো, তিনি চীনা জাতীয় দলকে ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে একটি ব্রেকথ্রু দিতে চান।
তিনি বলেন, "গত নভেম্বর মাস থেকে এ পর্যন্ত সবকিছু খুব ভাল ও সুষ্ঠুভাবে চলছে। এ প্রবণতা বজায় রাখলে আমরা ২০২২ সালে ব্রেকথ্রু অর্জন করতে পারবো। আমার জন্য এটা মহান একটি অভিজ্ঞতা। আত্মবিশ্বাস না-থাকলে আমি এ দায়িত্ব নিতাম না।"
তা ছাড়া, কোজোনকোস্কি মনে করেন, এ কাজ তাদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ; চীনে স্কি জাম্পিং জনপ্রিয় করে তোলার সুযোগ: তিনি বলেন
"আন্তর্জাতিক স্কি ইউনিয়ান স্কি জাম্পিং কমিটির চেয়ারম্যান হিসেবে আমি আশা করি, স্কি জাম্পিং চীনে জনপ্রিয় হবে। যদি চীনে স্কি জাম্পিংয়ের পেশাদার ক্রীড়াবিদ না-থাকে, তাহলে এ খেলা জনপ্রিয় হবে না। তাই পেশাদার ক্রীড়াবিদ সৃষ্টি করা এ খেলাকে জনপ্রিয় করে তোলার কার্যকর একটি পদ্ধতি। অলিম্পিক গেমসের কারণে চীনে নির্মিত হচ্ছে স্কি খেলার অনেক ভেন্যু। আমি মনে করি, চীনারা এ খেলা পছন্দ করবেন।" (শিশির/আলিম)