তাজিক জাতির লোকসংখ্যা ৩৯৬৪২ এবং তাদের ৬০ শতাংশ মানুষ সিন চিয়াং টাক্সকরগান তাজিক স্বায়ত্তশাসিত জেলায় বাস করে। বাকিরা দক্ষিণ সিনচিয়াংয়ের চেফু, শাচেসহ নানা জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছে।
টাক্সকরগান অঞ্চলে তাজিক ছাড়া বসবাস করে উইগুর, কির্গিজ, সিপো ও হানসহ নানা জাতির মানুষ। তাজিক ভাষায় 'টাক্সকরগান' অর্থ 'পাথরের নগর'। প্রাচীনকাল থেকে তাজিকরা এখানে বাস করছে।
টাক্সকরগান অবস্থিত পামির-মালভূমির পূর্ব দিকে। তার দক্ষিণ দিকে রয়েছে বিশ্বের দ্বিতীয় উচ্চতম শিখর 'জোগোরি'। এর উচ্চতা ৮৬১১ মিটার। উত্তর দিকে দাঁড়িয়ে আছে 'মুজটাক পিক', যার উচ্চতা ৭৫৬৪ মিটার। সারা জেলার আয়তন ১৫ হাজার বর্গকিলোমিটার এবং এর মধ্যে রয়েছে দশ-বারোটি ৫০০০-৬০০০ মিটার উঁচু পাহাড়। পাহাড়গুলো সারা বছর বরফে ঢাকা থাকে। টাক্সকরগান অঞ্চলে শীত ও গ্রীষ্ম—এই দুটি ঋতু আছে। এখানে দিন ও রাতের তাপমাত্রায় পার্থক্য বেশি এবং বৃষ্টিপাত কম। ফলে এখানকার ভূমি কৃষির জন্য উপযুক্ত নয়।
অন্যদিকে, দক্ষিণ সিন চিয়াংয়ে তাজিক জাতির মানুষ গ্রামে বাস করে। এখানে তারিম বেসিন অবস্থিত। সমতল ভূখণ্ড, উষ্ণ এবং শুষ্ক আবহাওয়া কৃষিকাজের জন্য উপযুক্ত।
তাজিক ভাষার দুটি আঞ্চলিক ভাষা আছে। প্রায় ৩০ হাজার তাজিক মানুষ 'সারিকোলি' আঞ্চলিক ভাষা ব্যবহার করে এবং প্রায় ১০ হাজার তাজিক মানুষ 'ওয়াখি' ভাষা ব্যবহার করে। অনেক তাজিক মানুষ উইগুর ও কির্গিজ ভাষাও বলতে পারে। তারা উইহুর অক্ষর ব্যবহার করে।
তাজিকরা নিজেদের 'তাজিক' নামে ডাকে। 'তাজিক' এসছে 'তাজ' শব্দ থেকে, যার অর্থ 'মুকুট'।
দীর্ঘকাল ধরে মালভূমি অঞ্চলে বাস করে আসছে বলে তাজিক জাতির খাওয়া, পরা, বসবাস ও যাতায়াতে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রবণতা লক্ষ্যণীয়। পামির মালভূমিতে তৃণভূমিসম্পদ প্রচুর এবং এখানে পশুপালন সহজতর। ৩০০০ মিটার উঁচু উপত্যকা অঞ্চলে অবস্থিত তাজিক জাতির গ্রাম। তাজিকরা সেমি-যাযাবর জীবন যাপন করে।
তাজিক জাতির মূল খাবার দুধ ও মাংস। তারা কালো চা দিয়ে তৈরি দুধ-চা খেতে পছন্দ করে। তারা ঘোড়া, উট এবং গাধাকে পরিবহনের কাজে ব্যবহার করে। বন্য ইয়াক তাদের প্রিয় পশু। বন্য ইয়াককে 'মালভূমির নৌকা' বলে ডাকা হয়।
তাজিক পরিবারে বাচ্চার জন্ম আনন্দের ব্যাপার। ছেলে হলে তিন বার ফাঁকা গুলিবর্ষণ বা উচ্চ কণ্ঠে তিন বার চিত্কার করা হয়। মেয়ে হলে তার বালিশের নীচে একটি ঝাড়ু রাখা হয়।
তাজিকরা প্রবীণ নারীদেরকে বিশেষ শ্রদ্ধা করে। তাজিক পরিবারের বিয়ের অনুষ্ঠান বা শেষকৃত্যানুষ্ঠানে অতিথিদের মধ্যে সবচেয়ে বয়স্ক নারী বেশি সম্মান পান। উনি সবার প্রথমে বাড়িতে প্রবেশ করেন এবং ডানদিকের প্রথম আসনে বসেন। এ আসন সবচেয়ে সম্মানিত মানুষের জন্য। খাওয়ার সময়েও তিনি সবার আগে খাবেন। তিনি খাওয়া শুরু করলে, বাকিরা খাওয়ার অনুমতি পান।
তাজিকরা ইসলাম ধর্মে বিশ্বাস করে। দশম শতাব্দী থেকে ইসলাম ধর্ম বিশ্বাস করতে শুরু করে তাজিক জাতির মানুষ। (শিশির/আলিম)