চীন (কুয়াং তোং) 'তৃতীয় একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ' বিষয়ক আন্তর্জাতিক কমিউনিকেশন ফোরাম চু হাইতে অনুষ্ঠিত
  2019-10-22 22:55:23  cri

অক্টোবর ২২: চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও কুয়াং তোং প্রদেশের সরকারের যৌথ উদ্যোগে চীন (কুয়াং তোং) 'তৃতীয় একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ' বিষয়ক আন্তর্জাতিক কমিউনিকেশন ফোরাম আজ (মঙ্গলবার) সকালে কুয়াং তোং প্রদেশের চু হাই শহরে অনুষ্ঠিত হয়। এবারের ফোরামের প্রতিপাদ্য হচ্ছে "কুয়া তোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় এলাকার নির্মাণ সামুদ্রিক রেশমপথের সংযোগ এগিয়ে নেয়া"।কুয়াং তোং প্রদেশের গভর্নর মা সিং রুই এই ফোরাম উদ্বোধন করেন।

সিপিসি'র কুয়া তোং প্রদেশের স্ট্যান্ডিং কমিটির সদস্য ও প্রপাগান্ডা ডিপার্টমেন্টের প্রধান ফু হুয়াং সিপিসি'র কুয়াং তোং প্রাদেশিক কমিটি ও কুয়াং তোং প্রদেশের পক্ষ থেকে এবারের ফোরামের জন্য উষ্ণ অভিনন্দন জানান।

সিএমজি'র সম্পাদকীয় কমিটির সদস্য হু বাং সেং ভাষণে জানান, সিএমজি পুরোপুরিভাবে কুয়া তোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় এলাকা নির্মাণে সমর্থন দেয়। সিএমজি কুয়াং চৌ শহরে কুয়া তোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় এলাকার সদরদপ্তর ও কুয়াং তোংয়ে ব্যুরো নির্মাণ করবে এবং সেন চেন শহরে কুয়া তোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় এলাকার কেন্দ্র নির্মাণ করবে।পাশাপাশি সিএমজি চলচ্চিত্র ও টেলিভিশন প্রডাকশন, ৫জি নিউ মিডিয়া প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে কুয়াং তোং প্রদেশের সাথে গভীর সহযোগিতা করবে।

সিপিসি'র কেন্দ্রীয় কমিটির প্রপাগান্ডা ডিপার্টমেন্ট, কুয়াং তোং প্রদেশের সংশ্লিষ্ট বিভাগ, কুয়াং চৌতে নিযুক্ত বিদেশি রাজনীতিবিদ, দেশ-বিদেশের বিখ্যাত বিশেষজ্ঞ ও পণ্ডিত,বিখ্যাত শিল্পপ্রতিষ্ঠানের প্রধান ও তথ্যমাধ্যমের প্রধানসহ তিন শতাধিক অতিথি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। (আকাশ/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040