মার্কিন শিল্পপ্রতিষ্ঠানের চীনে মুনাফা অর্জন অনেক কঠিন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী; পম্পেও কোন যুক্তিতে এ কথা বলেন?: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
  2019-10-22 19:36:28  cri

অক্টোবর ২২: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল (সোমবার) বলেন, চীন সরকারের নিয়ন্ত্রণে অনেক মার্কিন শিল্পপ্রতিষ্ঠানের চীনে মুনাফা অর্জন অনেক কঠিন। এ কথার জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্র-চীন বিজনেস কাউন্সিল '২০১৯ চীনের বাণিজ্য পরিবেশের তদন্ত রিপোর্ট' প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী, ৯৭শতাংশ মার্কিন শিল্পপ্রতিষ্ঠান জানায়, তারা চীনের বাজারে মুনাফা অর্জন করেছে। যুক্তরাষ্ট্র-চীন বিজনেস কাউন্সিলের সদস্যভুক্ত ৭৪শতাংশ শিল্পপ্রতিষ্ঠান জানায়, তারা চীনে পুঁজি বিনিয়োগের আকাড় আরো উন্নত করবে; ৯৫শতাংশেরও বেশি শিল্পপ্রতিষ্ঠান জানায়, তাদেরকে চীনে প্রযুক্তি স্থানান্তর করতে বলা হয় নি। জানি না মিস্টার পম্পেও কোন যুক্তিতে এ কথা বলেন?

(আকাশ/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040