মানুষের নীতি থাকা উচিত, নিয়ম অনুসারে কাজ করা উচিত: পিটার নাভারোর ব্যাপারে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
  2019-10-22 19:35:29  cri

অক্টোবর ২২: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা পিটার নাভারো তার চীনের বিরুদ্ধে বইতে 'উদ্ধৃতি' হিসেবে যে নাম ব্যবহার করেন তা পুরোপুরি বানোয়াট।

এ ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, এ খবর শুনে আন্তর্জাতিক সমাজ বিস্ময় প্রকাশ করেছে। কারণ নাভারো যা করেছেন তা নীতিহীন। মানুষের নীতি থাকা উচিত, নিয়ম অনুসারে কাজ করা উচিত।

উল্লেখ্য যে স্থানীয় সময় ১‌৬ অক্টোবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা পিটার নাভারো তার চীনের বিরুদ্ধে বইতে 'উদ্ধৃতি' হিসেবে যে নাম ব্যবহার করেন তা পুরোপুরি বানোয়াট। যুক্তরাষ্ট্রের বিভিন্ন তথ্যমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

পিটার নাভারো ২০১১ সালে তার চীনের বিরুদ্ধে 'ডেথ বাই চায়না' নামক বইতে 'রন ভারা' নামক একজন বিশেষজ্ঞের মতামত উদ্ধৃতি হিসেবে ব্যবহার করেন। এতে প্রমাণ করতে চান যে তার অবস্থান অর্থাত্ যুক্তরাষ্ট্রের অর্থনীতির বিরুদ্ধে চীনের হুমকি হচ্ছে সত্য।

কিন্তু অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির একজন স্কলার তদন্ত চালিয়ে আবিষ্কার করেন যে, এ মিস্টার রন ভারার কোনো অস্তিত্ব নেই। পাশাপাশি 'রন ভারা'র নামের পরিবর্তন হলে 'নাভারো' তার নিজের পারিবারিক নাম হবে।

এ পর্যন্ত হোয়াইট হাউজ এ সম্পর্কে কোনো মতামত জানায় নি।

পিটার নাভারোর নিজের বিবৃতিতে তিনি তা স্বীকার করেছেন। তিনি আরো জানান, কয়েক বছর পর, অবশেষে কেউ এ 'ভিতরের রসিকতা' আবিষ্কার করেছে।

জানা গেছে, মার্কিন তথ্যমাধ্যম যেমন, এনপিআর, সিএনএন ও নিউইয়র্ক টাইমস পত্রিকা এ খবর প্রকাশ করেছে।

(আকাশ/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040