চীন ও যুক্তরাষ্ট্র সম্পর্ক ছিন্ন করা অবাস্তব
  2019-10-22 19:00:50  cri

অক্টোবর ২২: চীন ও যুক্তরাষ্ট্র দু'টি বড় অর্থনৈতিক সত্তা এবং পরস্পরের ওপর নির্ভরশীল, এ দু'টি দেশের সম্পর্ক ছিন্ন করা বা দরজা বন্ধ করে দেয়া তা অবাস্তব।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (মঙ্গলবার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

গত সোমবার, মার্কিন অ্যাসিসট্যান্ট ডিফেন্স চিফ চাদ স্ব্রাগিয়া বেইজিংয়ে অনুষ্ঠিত সিয়াংশান ফোরামে অংশগ্রহণের সময় বলেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না এবং অন্য কোনো দেশকে পক্ষে থাকার সিদ্ধান্ত নেয়ার দাবি জানায় নি। চীনের সঙ্গে সম্পর্ক সংশোধন এবং পুনরায় ভারসাম্য তৈরি করতে চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র।

এ প্রসঙ্গে হুয়া ছুন ইং বলেন, চীন -যুক্তরাষ্ট্র দু'টি বড় অর্থনৈতিক সত্তা এবং পরস্পরের ওপর নির্ভরশীল দু'টি দেশ হিসেবে সম্পর্ক ছিন্ন করা বা দরজা বন্ধ করে দেয়া অবাস্তব। আমি পুনরায় বলতে চাই, উন্মুক্তকরণ ও মিশ্রণ সঠিক দিক। যুক্তরাষ্ট্র সহ সকল দেশের প্রতি উন্মুক্তকরণ প্রসারিত করছে চীন এবং আশা করি চীনের প্রতি যুক্তরাষ্ট্র উন্মুক্তকরণ প্রসারিত করবে। তা দু'দেশ ও সারা বিশ্বের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ। (শিশির/টুটুল/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040