ষষ্ঠ বিশ্ব ইন্টারনেট মেলা সমাপ্ত
  2019-10-22 18:25:33  cri

অক্টোবর ২২: তিনদিন ব্যাপী ষষ্ঠ বিশ্ব ইন্টারনেট মেলা আজ (মঙ্গলবার) চীনের চেচিয়াং প্রদেশের উচেনে শেষ হয়েছে।

মেলা চলাকালে বিশ্বের ৮৩টি দেশ ও অঞ্চলের প্রায় ১৫০০জন অতিথি উচেনে 'স্মার্ট ও আন্তঃযোগাযোগ উন্মুক্তকরণ ও সহযোগিতা—ইন্টারনেট অবকাশ অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন' এ বিষয়কে কেন্দ্র করে ইন্টারনেট উন্নয়নের প্রবণতা নিয়ে আলোচনা করেন, এবং বিজ্ঞান ও প্রযুক্তির নতুন ফলাফল প্রদর্শন করেন।

সমাপ্তি অনুষ্ঠানে চীনা ইন্টারনেট তথ্য কার্যালয়ের উপ-পরিচালক লিউ লিয়ে হং বলেন, মেলা চলাকালে প্রকাশিত 'ইন্টারনেট সার্বভৌমত্ব: তত্ত্ব এবং অনুশীলন', 'বিশ্ব ইন্টারনেট উন্নয়ন প্রতিবেদন ২০১৯' ' চীনা ইন্টারনেট উন্নয়ন প্রতিবেদন ২০১৯'সহ নানা দলিল বিশ্ব ইন্টারনেটের উন্নয়নে নতুন চিন্তাভাবনা এবং বুদ্ধি যোগায়। (শিশির/টুটুল/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040