প্যারিসে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  2019-10-22 15:02:58  cri

অক্টোবর ২২: ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকখোঁ স্থানীয় সময় গতকাল (সোমবার) প্যারিসে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

ম্যাকখোঁ বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং চলতি বছরের মার্চ মাসে ফ্রান্সে সফল রাষ্ট্রীয় সফর করেছেন এবং আমাদের মধ্যে ফ্রান্স-চীন সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মতৈক্য তৈরি হয়েছে। গত সপ্তাহে আমরা ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাস্তব সহযোগিতা নিয়ে গভীরভাবে মতবিনিময় করি। আসন্ন চীন সফরের ওপর আমি প্রত্যাশা রাখি এবং ফ্রান্স-চীন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক নতুন পর্যায়ে এগিয়ে নিয়ে অর্থ-বাণিজ্য, কৃষি, আর্থিক, বেসরকারি পরমাণু শক্তি ও সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবো।

ওয়াং ই ম্যাকখোঁ'র কাছে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের শুভেচ্ছা পৌঁছে দেন এবং ম্যাকখোঁর আসন্ন চীন সফরকে স্বাগত জানান। তিনি বলেন, বর্তমানে বিশ্বে একতরফাবাদ ও সংরক্ষাণবাদ চলছে, চীন ও ফ্রান্সের উচিত্ একসাথে বহুপক্ষবাদ, জাতিসংঘের কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম রক্ষা করা। চীন বরাবরই ইউরোপের ওপর গুরুত্ব দেয় এবং ইউরোপের একীকরণ ও ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সমর্থন করে বলে উল্লেখ করেন ওয়াং ই। (শিশির/টুটুল/ আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040