"উন্নত জীবনের আকাঙ্ক্ষা:গণচীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে ফটোগ্রাফি প্রদর্শনী" মস্কোতে অনুষ্ঠিত
চীন ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০ বছর এবং গণপ্রজাতন্ত্রী চীনের ৭০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মস্কোর সেন্ট্রাল রিপোর্টার হাউজে "উন্নত জীবনের প্রত্যাশা-নতুন চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীর প্রতি শ্রদ্ধা জানাতে একটি ফটো প্রদর্শনী" উদ্বোধন করা হয়। রাশিয়ায় চীনা রাষ্ট্রদূত জাং হানহুই, রাশিয়ান অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টের প্রেসিডেন্ট সলোভ্যভ, রাশিয়ান ফেডারেশন কাউন্সিলের (সংসদীয় উচ্চ সভায়) সদস্য করাসিন, এবং রাশিয়ান-চীনা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রথম সহ-রাষ্ট্রপতি কুলিকোভা প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এই ফটো প্রদর্শনীতে, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনা জনগণের সুখী জীবনকে চিত্রিত করা হয়। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধারাবাহিক প্রায় একশো চিত্র এতে স্থান পায়। স্থানীয় লোকজনের ঘনিষ্ঠতা বাড়াতে ফটো প্রদর্শনীতে চীনা ও রাশিয়ান জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ বিনিময়ের জন্য ২০টি ছবি বাছাই করা হয়েছে। রাশিয়ায় চীনা রাষ্ট্রদূত জান হানহুই বলেন, চীন ও রাশিয়ার মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব নতুন যুগে প্রবেশ করেছে। এটি দুই নেতার সঠিক সিদ্ধান্ত এবং চীন-রাশিয়া সম্পর্ক বিকাশের উচ্চ স্তর ও প্রাণশক্তি প্রতিফলিত করেছে। একটি নতুন ঐতিহাসিক সূচনালগ্নে দাঁড়িয়ে চীন ও রাশিয়া উভয়ই মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং টেকসই ও সুদৃঢ় অর্থনৈতিক উন্নয়নের সুযোগ দিয়েছে। প্রসিডেন্টদ্বয়ের কৌশলগত নেতৃত্বে, চেষ্টা করা ও পরীক্ষিত চীন-রাশিয়া সম্পর্ক অবশ্যই আরও গভীর হবে, যা দু'দেশের উন্নয়ন ও সুখ নিশ্চিত করবে এবং আঞ্চলিক, বিশ্বশান্তি ও স্থিতিশীলতায় আরও বেশি অবদান রাখবে। এই প্রক্রিয়ায়, মিডিয়াগুলোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাশিয়ায় চীনা রাষ্ট্রদূত জাং হানহুই বলেন,
"এ প্রদর্শনীটি আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ ধরনের। এটি ইতিহাস রেকর্ড করে এবং আমাদের ভবিষ্যতের দিকে নজর দেয়। আশা করা যায় যে, চীন ও রাশিয়ান মিডিয়া দু'দেশের কাছে চীন-রাশিয়া বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্কের সুস্থ বিকাশের বার্তা তুলে ধরবে এবং দুদেশের মধ্যে ঐতিহ্যগত বন্ধুত্ব আরও গভীর করবে।"
রাশিয়ান সাংবাদিক সমিতির সভাপতি সলোভ্যভ গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলছিলেন যে, চীন ও রাশিয়ার সাংবাদিক সংগঠন এবং মিডিয়া বহু বছর ধরে সক্রিয় যোগাযোগ এবং সহযোগিতা বজায় রেখেছে। চীন ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে আমি আরও বেশি লোককে সমসাময়িক চীনে নতুন উন্নতি ও পরিবর্তন দেখানোর প্রত্যাশা করি। তিনি বলেন,
"অবশ্যই রাশিয়াসহ চীনের ক্রমবর্ধমান পরিবর্তনের দিকে বিশ্ব মনোযোগ দিচ্ছে। মস্কো থেকে চীন অনেক দূর। চীনে কী চলছে তা সবাই দেখতে পাচ্ছে না। সুতরাং, আমরা এরকম একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত।"
রাশিয়া-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রথম সহসভাপতি কুলিকোভা গণচীন প্রতিষ্ঠার ৪০তম, ৫০, ৬০ এবং ৭০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। চীনের বিকাশ ও রাশিয়া-চীন বন্ধুত্বের গভীরতা প্রত্যক্ষ করেছেন তিনি। তিনি বলেন,
"আমি চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকেছি। চীন সম্পর্কে আমি 'মহান চীন, মহান মানুষ, মহান নেতা' এই তিনটি শব্দ ব্যবহার করি।"