৮৩তম আন্তর্জাতিক বৈদ্যুতিন প্রযুক্তি কমিশনের সম্মেলন উপলক্ষ্যে প্রেসিডেন্ট সি'র অভিনন্দনবার্তা
  2019-10-22 11:26:49  cri
অক্টোবর ২২: গতকাল (সোমবার) ৮৩তম আন্তর্জাতিক বৈদ্যুতিন প্রযুক্তি কমিশনের সম্মেলন শাংহাইয়ে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

বার্তায় সি বলেন, বর্তমানে সবুজ নিম্ন কার্বন চক্র উন্নয়ন মানবজাতির অভিন্ন লক্ষ্যে পরিণত হয়েছে; এআই প্রযুক্তি, বিগ ডেটা ও ফাইভজিসহ নতুন প্রযুক্তি এবং সবুজ জ্বালানি বিদ্যুত্ ও বিদ্যুত্চালিত গাড়ির যৌথ উন্নয়নের প্রেক্ষাপটে সংশ্লিষ্ট আন্তর্জাতিক মানদণ্ড প্রণয়ন জরুরি।

সি জোর দিয়ে বলেন, আদর্শ মান নির্ধারণ বা প্রমিতকরণের ব্যাপারে গুরুত্ব দেয় বেইজিং এবং সক্রিয়ভাবে আন্তর্জাতিক প্রমিতকরণের কাজে অংশ নেবে চীন। বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক প্রমিতকরণ ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো পূরণ করা হবে, যাতে আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্ব প্রশাসনে যথাযথ ভূমিকা রাখা যায়।

উল্লেখ্য, ১৯০৬ সালে আন্তর্জাতিক বৈদ্যুতিন প্রযুক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়। শাংহাইয়ে এবারের সম্মেলনে বিশ্বের শতাধিক দেশের ৩৮০০ জনেরও বেশি বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040