নবম বেইজিং সিয়াং সান ফোরাম অনুষ্ঠিত
  2019-10-21 20:08:27  cri


অক্টোবর ২১: নবম বেইজিং সিয়াং সান ফোরাম আজ (সোমবার) সকালে বেইজিং আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন হয়। চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্য, রাষ্ট্রীয় কাউন্সিলর ও দেশের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেং হ্য উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এবং ভাষণ দেন। প্রেসিডেন্ট সি চিন পিং ফোরামে অভিনন্দন-বার্তা পাঠান।


ভাষণে ওয়েই ফেং হ্য বলেন, এবারের ফোরামের সুফলাফলের জন্য প্রেসিডেন্ট সি চিন পিং অনেক প্রত্যাশায় রয়েছেন এবং আমাদের শান্তিপূর্ণ মতৈক্যে পৌঁছানো ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে তিনি দিকনির্দেশনা দিয়েছেন। নতুন যুগে প্রবেশ করার পর, চীনের বাহিনী বরাবরই শান্তিপূর্ণ উন্নয়নের পথ অনুসরণ করে দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, উন্নয়নের স্বার্থ রক্ষা করে আসছে এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে ইতিবাচকভাবে সেবা দিয়ে আসছে।

বেইজিং শিয়ান সান ফোরাম ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এবারের ফোরামের প্রতিপাদ্য হচ্ছে 'আন্তর্জাতিক শৃঙ্খলা বাজায় রাখা, একসাথে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের শান্তি নির্মাণ করা'। মোট ৭৬টি অফিসিয়াল প্রতিনিধি দল, ২৩টি দেশের প্রতিরক্ষামন্ত্রী, ৬টি দেশের বাহিনীর প্রধান, ৮টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিশেষজ্ঞ ও স্কলার, বিভিন্ন দেশের পর্যবেক্ষকসহ ১৩০০জনেরও বেশি অতিথি এতে অংশ নিয়েছেন। (আকাশ/টুটুল)
(আকাশ/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040