শেনচেন শহরের উন্নয়ন চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের যুবকদের স্বপ্ন বাস্তবায়নের প্ল্যাটফর্ম এবং চিয়াংসি প্রদেশের বিশ্ববিদ্যালয়ে দেশপ্রেম আবেগ
  2019-11-04 14:09:30  cri

 


শুরুতেই শুনবেন চীনের হংকং যুবকদের কর্মসংস্থানের গল্প।

২০১৭ সালে চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের যুবক কুও ওয়ে ছিয়াং এবং তার বন্ধু নিজের গবেষণাকৃত 'স্মার্ট ব্যাগ' নিয়ে শেনচেনে চলে আসেন এবং সেখানে তাদের নব্যতাপ্রবর্তনের পথ শুরু করেন।

শেনচেনের কর্ম-পরিবেশ সম্পর্কে কুও বলেন, এখানে সম্পূর্ণ শিল্প ও বিজ্ঞান প্রযুক্তির ব্যবস্থাপনা রয়েছে, আমাদের গবেষণার ফল এখানে শিল্প সম্পদের সাথে যুক্ত করে, ধারণা থেকে বাস্তব পণ্যদ্রব্যে পরিণত করি এবং হংকংয়ের মাধ্যমে বিশ্বের সামনে হাজির করি।

চীনের বৈদেশিক উন্মুক্তকরণ ও সংস্কারের সবচেয়ে সাফল্যমণ্ডিত শহরের অন্যতম হিসেবে শেনচেন শহরের বিশেষ আমেজ রয়েছে। ৪০ বছরের উন্নয়নের মাধ্যমে এখানকার বিজ্ঞান প্রযুক্তি শিল্পের উন্নত দক্ষতা রয়েছে এবং বাজারায়ন, সহনশীল পরিবেশ ও শক্তিশালী সৃজনশীলতার কারণে বিশ্ব বিখ্যাত।

চলতি বছরের অগাস্ট মাসে চীনের রাষ্ট্রীয় পরিষদের সমর্থনে 'শেনচেনকে চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক পরীক্ষা এলাকা হিসেবে গঠন করা'র প্রস্তাব প্রকাশিত হয়, তা ব্যাপক মনোযোগ পেয়েছে। দেশি বিদেশি বিশেষজ্ঞরা মনে করেন, শেনচেনের পরীক্ষা এলাকার নির্মাণে চীনের সার্বিক উন্মুক্তকরণ ও গভীর সৃজনশীলতার দৃঢ় প্রতিজ্ঞা প্রতিফলিত হয়েছে।

শেনচেন শহরকে ভিত্তি করে কুও ওয়ে ছিয়াংয়ের উত্পাদিত দ্রব্যের জন্য যে কোনো যন্ত্রাংশ প্রয়োজন হলে পার্ল নদীর বদ্বীপ এলাকায় সহজভাবে খুঁজে পাওয়া যায়। এখানে প্রক্রিয়াকরণ ও মাল পরিবহন ব্যবস্থাও অনেক সুবিধাজনক। হার্ডওয়্যার এবং সফ্টওয়্যারের যৌথ সমর্থনে কুও'র নব্যতাপ্রবর্তন কাজ সুষ্ঠুভাবে চলছে।

জনাব কুও বলেন, এখানে আমাদের যথাযথ সুবিধা দেয় সরকার, শিল্পপ্রতিষ্ঠান ও ব্যক্তিগত শুল্কে ব্যাপক সুবিধাজনক ব্যবস্থা চালু হয়েছে, তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ।

বর্তমানে কুও'র নেতৃত্বে গঠিত বিজ্ঞান প্রযুক্তি কোম্পানির কর্মী সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে। তাদের গবেষণাকৃত স্মার্ট ব্যাগ এন্টি-হারিয়ে, বিদ্যুত্ রিচার্জ, ওজন মাপ করা, ফিঙ্গারপ্রিন্ট আনলক, জিপিআরএস এবং ওয়াইফাইতে গ্লোবাল পজিশনিংসহ বিভিন্ন পেটেন্ট অর্জন করেছে, যার বাজারে পেটেন্টের মোট মূল্য ১০ কোটি ইউয়ানেরও বেশি।

কুও ওয়ে ছিয়াং শেনচেনে বহু হংকং যুবকদের নব্যতাপ্রবর্তনের এক সংক্ষিপ্তসার।চলতি বছরের জুন মাস পর্যন্ত শেনচেন শহরের ছিয়ানহাইশেনকাং উদ্যান এলাকায় নিজের উদ্যোগে প্রতিষ্ঠিত কোম্পানির সংখ্যা ৩৮৮টি, তাদের মধ্যে হংকং কোম্পানির সংখ্যা ১৭৩টি।

২০১৬ সালে শেনচেন ছিয়ানহাই এলাকা এবং হংকংয়ের বিশেষ প্রশাসনিক অঞ্চলের সংশ্লিষ্ট বিভাগের যৌথ উদ্যোগে কন্সাল্টিং কোম্পানির কর্মরত হংকং যুবক কুও জে থিং ছিয়ানহাইতে অধ্যয়ন করতে আসেন। তখন তিনি প্রতিযোগিতামূলক মার্শাল আর্ট রোবট গবেষক চাও জুন চিয়ানের সাথে পরিচয় হন এবং 'রোবট স্বপ্ন' বাস্তবায়নে তিনি চাওয়ের কোম্পানিতে যোগ দেন।

বর্তমানে কোম্পানির দ্রব্য গবেষণা, উত্পাদন, বিক্রির কাজে অংশ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উত্পাদিত দ্রব্য তুলে ধরার দায়িত্ব বহন করেছেন কুও এবং হংকং ডিজিটাল বন্দরে প্রতিযোগিতামূলক মার্শাল আর্ট রোবট পরিচয় করিয়ে দেন তিনি।

এ সম্পর্কে কুও জে থিং বলেন, শেনচেনে সৃজনশীল দ্রব্য তৈরিতে অনেক প্রাধান্য রয়েছে, হংকংয়ে শ্রেষ্ঠ পণ্যদ্রব্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরার সুযোগ বেশি, তাই শেনচেন ও হংকংয়ের সহযোগিতায় হংকং যুবকদের স্বপ্ন বাস্তবায়নে অনেক সম্ভাবনা প্রদান করেছে।

হংকংয়ের যুবক প্রতিনিধি ছেন শেং শেনচেনে আসার পর নিজের কোম্পানিও চালু করেন। গত কয়েক বছরে তার কোম্পানি বিশ্বের ২১২টি বড় সরবরাহ ব্যবসায়ী কোম্পানির সাথে মোট ৮১৪২টি আন্তঃদেশীয় ব্যবসা সম্পন্ন করেছে এবং আন্তঃদেশীয় অনলাইন ব্যবসার ১৪০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তা দিয়েছে, মাসিক সর্বোচ্চ বিনিময় মূল্য ৩ কোটি ৪৫ লাখ মার্কিন ডলারেরও বেশি।

২০১৫ সালে হংকং যুব পরিষদের সুপারিশে ছিয়ানকাং উদ্যান এলাকায় আসেন ছেন শেং।এখানে এক বিজ্ঞান প্রযুক্তি কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি এবং তাদের মূল ব্যবসা মাল পরিবহনের শেষ এককিলোমিটার পরিবহন সমস্যা সমাধান করা,সাথে সাথে আমদানি খাবারের অনলাইন কেনা প্ল্যাটফর্ম গড়ে তোলা,যাতে বিশ্বের উন্নত মানে আন্তঃদেশীয় ব্যবসা প্ল্যাফর্ম নির্মাণ করা যায়।

হংকংয়ের ব্যবসায়ী ছেন শেং বলেন, বিনা খরচের দোকান, সুবিধাজনক অর্থায়ন পরিবেশ এবং কর্মসংস্থানের সহায়তায় আমি শেনচেন উদ্যান এলাকার ভূমিকা অনুভব করেছি।

শেনকাং বিজ্ঞান প্রযুক্তি সৃজনশীল সহযোগিতা এলাকা শেনচেং এবং হংকংয়ের মধ্যে একটি সহযোগিতামূলক এলাকা,যা ছোট দ্বীপ লুওমাচৌতে অবস্থিত,এ পর্যন্ত কয়েক দশক প্রকল্প এখানে চালু হয়েছে।

শেনচেনে কর্মরত আর হংকংয়ে বসবাসকারী শহরবাসী তিং খ্য নিজের কোম্পানি এলাকার সি অঞ্চলে স্থাপন করেছেন, হংকং থেকে শেনচেনে যাতায়াতে মাত্র ৪০ মিনিট সময় লাগে এবং ২৪ ঘন্টা খোলা হুয়াংকাং বন্দরের মাধ্যমে তার জীবনযাপন ব্যাপক সুবিধাজনক হয়েছে।

তিং খ্য'র প্রতিষ্ঠিত ট্রি ডি মেশিন ভিশন রোবট অ্যাপ্লিকেশন সিস্টেম কোম্পানি একটি উচ্চ বিজ্ঞান প্রযুক্তির শিল্পপ্রতিষ্ঠান হিসেবে পার্ল নদীর বদ্বীপ অঞ্চলের শিল্প চেইন নির্ভর করার সাথে সাথে বিভিন্ন খাতের সম্পদ প্রয়োগ করতে সক্ষম তিনি।

এ সম্পর্কে তিং বলেন, শেনচেনকে সদরদপ্তর হিসেবে গবেষণাগার স্থাপন করা হয় এবং ফোশান আর তুংকুয়ানসহ বিভিন্ন এলাকায় কেন্দ্র নির্মাণ করে, হংকংয়ের উচ্চ বিদ্যালয়ের সম্পদের উপর নির্ভর করে মৌলিক বিজ্ঞান গবেষণা ও উন্নত প্রযুক্তির সৃজনশীলতা চালু করা হয়, যাতে সংশ্লিষ্ট শিল্প ও গবেষণার পরিপূরক বাস্তবায়ন করা যায়।

চীনের রাষ্ট্রীয় পরিষদের প্রকাশিত শেনচেনে পরীক্ষামূলক এলাকা স্থাপন পরামর্শ অনুযায়ী শেনচেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যার লক্ষ্যমাত্রা এ শতাব্দীর মাঝারিতে প্রতিযোগিতামূলক, সৃজনশীল ও প্রভাবশালী বিশ্বের দৃষ্টান্ত শহরে পরিণত হওয়া।

চীনের হংকং, ম্যাকাও ও কুয়াংতুংসহ তাইওয়ান এলাকার নির্মাণে বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। এতদাঞ্চলে আধুনিক পরিষেবা শিল্পের সহযোগিতা এলাকার সংস্কার গভীরতর করা, ব্যবস্থার সৃজনশীলতায় হংকং ও ম্যাকাওয়ের কাছে উন্মুক্তকরণ মান উন্নীত করা, শেনকাং বিজ্ঞান প্রযুক্তি সহযোগিতা এলাকার নির্মাণ দ্রুততর করা এবং যৌথভাবে সহযোগী পদ্ধতি আর সৃজনশীল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলাসহ বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার করা হবে বলে উল্লেখ করা হয়েছে। যাতে দক্ষ ব্যক্তি, পুঁজি, প্রযুক্তি ও তথ্যসহ বিভিন্ন উপাদানের সুবিধাজনক বিনিময় বাস্তবায়ন করা যায় এবং শেনচেনে কর্মরত হংকং ও ম্যাকাও শহরবাসীদের জন্য 'শেনচেন শহরবাসী' ভর্তুকি প্রদানে চেষ্টা করা যায়।

হংকং শহরবাসী কুও ওয়ে ছিয়াং বলেন, বর্তমানে চীনের উন্নয়নের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ, কুয়াংতুং-হংকং-ম্যাকাও তাইওয়ান এলাকার প্রতিষ্ঠা আমাদের জন্য বড় সুযোগ প্রদান করে, যার মাধ্যমে আমরা যুগ পরিবর্তনের সুযোগ পাই।

জনাব ছেন শেং বলেন, কর্মরত হংকং ও ম্যাকাও শহরবাসীদের শেনচেন শহরবাসীর ভর্তুকি ও সুবিধা দেওয়ার জন্য এতদাঞ্চলে সংমিশ্রণের আশাবাদ অনেক বেড়েছে। আমার কর্মস্থান শেনচেনে, এখানে চীনের সমাজতন্ত্রের প্রাধান্য, কেন্দ্রীয় সরকারের হংকংয়ের বিশেষ যত্ন সবই দেখেছি এবং অন্যদিকে 'এক রাষ্ট্রে দুই সামাজিক ব্যবস্থা'র অনুশীলনে গভীর বোঝাবুঝি রয়েছে আমার।

চিয়াংসি বিশ্ববিদ্যালয়ে দেশপ্রেম আবেগ ছড়িয়ে পড়েছে

চলতি বছর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী।এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশপ্রেম অনুভূতির উত্সাহে ব্যাপক অনুষ্ঠান আয়োজন করে চীনের চিয়াংসি প্রদেশে। লাল জিন উত্তরাধিকার, দারিদ্র্যবিমোচনে সহায়তা এবং গ্রামাঞ্চলের পুনরুত্থানসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দেশপ্রেম অনুভূতিতে ব্যাপক উত্সাহ দেওয়া হয়েছে।

তুংহুয়া বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা একাডেমির তৃতীয় বর্ষের শিক্ষার্থী থিয়ান শু ছাং এবং তার সহপাঠীরা একসাথে ৩০টিরও বেশি হস্তশিল্পকর্ম এঁকে নয়া চীনের মহান সাফল্য বর্ণনা করেন। এ সম্পর্কে তিনি বলেন, ৭০তম জাতীয় দিবসের উদযাপনে আমরা চিত্রকলার মাধ্যমে মাতৃভূমিকে অভিনন্দন জানাই।

গ্রীষ্মকালীন ছুটি চলাকালে চীনের চিয়াংসি প্রদেশের বিপ্লব এলাকার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিপ্লবী বীরদের স্মরণ করে ইয়ুতু জেলাসহ বিভিন্ন বিপ্লব এলাকায় ইন্টার্নশিপ তত্পরতা চালানো হয়েছে। চিয়াংসি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ই ওয়ে লি সিকুও জেলায় 'সিমুলেটেড লংমার্চ' অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, এ অনুষ্ঠানের মাধ্যমে লাল বাহিনীর সৈন্যদের লংমার্চের কষ্ট অনুভব করতে সক্ষম এবং পরিশ্রমী লেখাপড়ার মাধ্যমে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখতে হবে বলে মনে করেন তিনি।

চিয়াংসি প্রদেশ চীনের বিপ্লব এলাকার অন্যতম। সেখানে ব্যাপক বিপ্লব উত্তরাধিকার ও পুরাকীর্তি রয়েছে। এ সম্পর্কে চিয়াংসি প্রদেশের শিক্ষা বিভাগের পরিচালক সুন রেন সুন বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিজের উদ্যোগে শিক্ষার্থীদের দেশপ্রেম অনুভূতিতে উত্সাহ দিয়েছে,যাতে চমত্কার ফলাফল অর্জিত হয়েছে।

দারিদ্র্যবিমোচনে সহায়তা পদক্ষেপ

নিজের গল্প বা কার্যক্রমের মাধ্যমে আশেপাশের লোকদের মুগ্ধ করে দেশপ্রেম অনুভূতি উত্সাহিত হয়। চিয়াংসি বিজ্ঞান প্রযুক্তি নর্মাল বিশ্ববিদ্যালয়ের সংগীত হলে শিক্ষার্থী ছেন ওয়েন বিন তার গল্প সবার সাথে শেয়ার করেন।

৪ বছর আগে দারিদ্র্যবিমোচনে সহায়তাকারী হিসেবে চিকাংশান শহরের মাওপিং জেলায় একটি কার্যালয় প্রতিষ্ঠিত হয়। যা হলুদ পিচ চাষ করে স্থানীয় কৃষকদের দারিদ্র্যমুক্তকরণে সহায়তা দেওয়া হয়। ছেন ওয়েন বিন নিজের অভিজ্ঞতায় সবার সাথে হলুদ পিচ চাষ করার গল্প তুলে ধরেন এবং যুব শিক্ষার্থীদের নিজের জ্ঞান দিয়ে দরিদ্র কৃষকদের সহায়তা দেওয়ার উত্সাহ দেন।

উ লিউ চেং চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী। থিসিস পেপার লেখার জন্য তিনি শতাধিকবারের মতো গ্রামাঞ্চলে অধ্যয়ন করেন এবং মোট ২৫০টিরও বেশি দরিদ্র পরিবারে সফর করে তদন্ত করেন,সাথে সাথে কৃষিক্ষেতে কৃষকদের ১৩০ বারের বেশি সাহায্য দিয়েছেন। উ'র কথা শুনে নানছাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়োং ওয়েন ইং বলেন, পেশাগত জ্ঞান ও উত্পাদন অনুশীলন যুক্ত করে দেশের উন্নয়নে অবদান রাখা যুবকদের জন্য বেশ চমত্কার অভিজ্ঞতা।

গ্রামাঞ্চলের পুনরুত্থান

চিয়াংসি প্রদেশের সিচিন জেলার হ্যশি উপজেলায় অবস্থিত তাকেং গ্রামে চলতি বছরের জুলাই মাসে এক ঐতিহ্যিক জাদুঘর নির্মিত হয়েছে। জাদুঘরে গ্রামের সংক্ষিপ্ত পরিচয়, ঐতহ্যিক ঘটনা,ঐতিহাসিক ব্যক্তিত্ব, ঐতিহ্যিক উত্তরাধিকার, রীতিনীতি, প্রাচীন দর্শনীয় স্থান এবং নতুন যুগের উন্নয়নসহ বিভিন্ন বিষয় প্রদর্শন হয়।

তাকেং গ্রামের জাদুঘর নির্মাণকারীর অন্যতম হিসেবে তুংহুয়া বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্থিক প্রশাসনিক বিভাগের শিক্ষার্থী স্যু কে ইয়াং এ জাদুঘরের নির্মাণ প্রক্রিয়া তুলে ধরেন। তার পরিচয়ের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারেন যে, গ্রামে বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা অনেক কাজ করতে সক্ষম।

গ্রামাঞ্চলের পুনরুত্থানে দক্ষ ব্যক্তিদের প্রয়োজন, গ্রামে পরিকল্পনা ও ডিজাইনে দক্ষ ব্যক্তিদের অভাব, তাই এমন শিক্ষার্থীরা অনেক অবদান রাখতে পারে।

চলতি বছরের গ্রীষ্মকালীন ছুটিতে চিয়াংসি প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬০০০ জনেরও বেশি শিক্ষার্থী ২৭৮টি দলে বিভক্ত হয়ে ভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। তারা নিজ অভিজ্ঞতা ও অবদানের মাধ্যমে সহপাঠীদের মুগ্ধ করেন।

প্রিয় শ্রোতা, সময় দ্রুত চলে যায়। আমাদের আজকের অনুষ্ঠানও এখানেই শেষ করতে হবে। এ অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের চিঠি লিখতে ভুলবেন না। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn

সময় মতো আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে বা শুনতে মিস করলে আমাদের ওয়েবসাইটে তা শুনতে পারবেন। ওয়েবসাইটের ঠিকানা: www.bengali.cri.cn

তাহলে এবার বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সুন্দর ও আনন্দে। আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে আবারো কথা হবে। যাই চিয়ান। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040