চীনের আন্তর্জাতিক কপিরাইট আইন ও অনুমোদন মেলা শুরু
  2019-10-21 16:22:57  cri
অক্টোবর ২১: গতকাল (রোববার) তিন দিনব্যাপী 'চীন-বেইজিং আন্তর্জাতিক কপিরাইট ও অনুমোদন মেলা ২০১৯' শুরু হয়েছে। দেশি-বিদেশি প্রতিষ্ঠানের ৩ শতাধিক প্রতিনিধি এ সম্মেলনে অংশ নিয়েছেন। এ সম্মেলনের লক্ষ্য হলো 'কপিরাইট ও অনুমোদন শিল্পের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা, আরও ভালোভাবে কপিরাইট আইন কার্যকর করা এবং সমগ্র শিল্পের জন্য একটি আন্তর্জাতিক ও উচ্চ মানের প্ল্যাটফর্ম গড়ে তোলা।'

শ্রোতাবন্ধুরা, বিস্তারিত শুনবেন আজকের সংবাদ পর্যালোচনায়।

কপিরাইট হলো সমাজতান্ত্রিক বাজারের অর্থনীতির ভিত্তি, নব্যতাপ্রবর্তন বিকশিত করা, আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্যের মৌলিক প্রয়োজন এবং চীনা বৈশিষ্ট্যময় ঐতিহ্যগত সংস্কৃতি প্রচার ও জনগণের সুন্দর জীবনের শর্ত পূরণকারী উপাদান। চীনের প্রচার মন্ত্রণালয়ের কপিরাইট পরিচালনা ব্যুরোর মহাপরিচালক ইউ ছি খ্য সম্মেলনের উদ্বোধনী সম্মেলনে বলেন, চীন সরকার কপিরাইটসহ মেধাস্বত্ব সুরক্ষার কাজে উচ্চ গুরুত্ব দেয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য 'সত্য সুরক্ষা ও নব্যতাপ্রবর্তন, সহযোগিতা ও অভিন্ন কল্যাণ'। এতে চীনের কপিরাইট উন্নয়নের প্রবণতা প্রতিফলিত হয়। এ সম্পর্কে ইউ ছি খ্য বলেন,

'কপিরাইট মেলা আয়োজনের মাধ্যমে চীনের সমৃদ্ধ কপিরাইট সম্পদের মজুদের পরিমাণ জানা যাবে। বাজার ব্যবস্থায় সম্পদের মৌলিক ভূমিকা জোরদার করা হবে। কপিরাইট ক্রিয়েশন জোরদার করা হবে। প্রধান শক্তি সুরক্ষা ও ব্যবস্থাপনা করা হবে। আমরা সমাজের বিভিন্ন মহলকে ব্যাপকভাবে কপিরাইট সম্পদ উন্নয়ন ও ব্যবহারে সমর্থন দেওয়া হবে। অব্যাহতভাবে বিভিন্ন স্থান ও ক্ষেত্রে কপিরাইট ও অনুমোদন ব্যবস্থা জোরদারের পাশাপাশি যৌথভাবে জাতীয় কপিরাইট ও অনুমোদন ব্যবস্থা গড়ে তোলা হবে। সেই সঙ্গে, চীনের কপিরাইট শিল্প সুস্থ ও দ্রুতগতিতে জোরদার করা হবে।'

কপিরাইট প্রদর্শনীর পেশাগত প্ল্যাটফর্ম হিসেবে এবারের মেলায় অংশগ্রহণকারীদের আলোচনা ও প্রদর্শনীর সুযোগ থাকবে। এবারের মেলায় সংস্কৃতি, শিল্প, চলচ্চিত্র ও টিভি, কার্টুন ও গেমস, ওয়েবসাইট ও রাশিয়া 'দংগং' অনুমোদন ফোরাম-সহ পাঁচটি অংশ রয়েছে। এতে প্রধান ফোরাম, দৃশ্যের অভিজ্ঞতা প্রদর্শন, প্রকল্প প্রচার একচেটিয়া আলোচনা ও প্রকল্প স্বাক্ষর অনুষ্ঠান থাকবে। চীনে দক্ষিণ কোরিয়ার দূতাবাসের প্রতিমন্ত্রী ও দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি একাডেমির প্রধান বলেন, 'দক্ষিণ কোরিয়া ইতিবাচকভাবে এ মেলায় অংশ নিচ্ছে। সেদেশের ১৮টি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছে। মেলায় দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক আইপি কপিরাইট অনুমোদন ফোরাম আয়োজন করা হবে। চীন ও দক্ষিণ কোরিয়ার কার্টুন প্রতিষ্ঠানের প্রচার ও পরিচয় আলোচনা অনুষ্ঠানে দু'দেশের আরও বেশি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করার প্রত্যাশা করেন তিনি। এবারের মেলায় বৈচিত্র্যময় অনুষ্ঠান ও উচ্চ মানের ফোরাম চীনকে বিশ্বের সঙ্গে কপিরাইট খাতে যোগাযোগের পেশাদার প্ল্যাটফর্ম সরবরাহ করবে।'

এবারের মেলা একটি কপিরাইট প্রদর্শনী ও বাণিজ্যের আন্তর্জাতিক পর্যায়ের উচ্চ মানের প্ল্যাটফর্ম গড়ে তুলবে। কার্যকরভাবে চীনের কপিরাইট ও অনুমোদন শিল্পের উন্নয়ন জোরদার করবে। মার্কিন চলচ্চিত্র সমিতির চীন অঞ্চলের চেয়ারম্যান ফেং ওয়েই এ সম্পর্কে বলেন,

'চলচ্চিত্রের বাজার দ্রুত উন্নয়নের পাশাপাশি চীনা চলচ্চিত্রগুলো নিজস্ব বাজার প্রতিষ্ঠার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে চলচ্চিত্রসংশ্লিষ্ট বাজারের পণ্য ও পদ্ধতির সমন্বয় পর্ব শুরু হয়েছে।'

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে চীনের জাতীয় কপিরাইট বাণিজ্যিককেন্দ্র ফেডারেশন কমিটি এবং আন্তর্জাতিক কপিরাইট বাণিজ্য ও সুরক্ষা ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। এ ছাড়া কপিরাইট খাতে 'ওয়ান স্টপ অনলাইন ব্যবস্থা ও বাণিজ্যিক ব্যবস্থাসংক্রান্ত 'বানমা ওয়েবসাইট' চালু হয়। (ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040