২০১৯ চীন-লাতিন আমেরিকা সংলাপ এবং কুইচৌতে বিগ ডেটায় শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার প্রদান
  2019-10-29 10:49:36  cri

 


সম্প্রতি তৃতীয় চীন-লাতিন আমেরিকা সভ্যতার সংলাপ চিয়াংসু প্রদেশের স্যুচৌ শহরে আয়োজিত হয়। লাতিন আমেরিকার ১০টি দেশের সরকারি কর্মকর্তা, কূটনীতিবিদ, শিল্পপতি, পণ্ডিত, সাংবাদিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ শতাধিক অতিথি সংলাপে অংশ নেন।

সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের চিয়াংসু প্রদেশের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান ওয়াং রুং পিং গত ৩ বছরে এ সংলাপের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে বলেন,

'২০১৭ সাল থেকে চীন-লাতিন আমেরিকা সংলাপ তিন বছর পার হয়েছে, সংলাপ আয়োজনে বাস্তব পেশাগত গবেষণার বৈশিষ্ট্য এবং যুগের উন্নয়নের দৃশ্য প্রতিফলিত হয়।তিন বছরের মধ্যে সংলাপ সভ্যতার পারস্পরিক শিক্ষণ এ সংস্কৃতির স্বীকৃতিতে চীন ও লাতিন আমেরিকা দেশগুলোর বিনিময় জোরদার করা হয়েছে, যা দু'পক্ষকে পরস্পরের কাছ থেকে অভিজ্ঞতা শেখার জন্য ব্যাপক সুযোগ সুবিধা দিয়েছে।'

চলতি বছর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। গত ৭০ বছরে চীন ও লাতিন আমেরিকার দেশগুলো নির্মাণ, সংস্কার ও উন্নয়নের পথ অনুসন্ধানে পরস্পরের উপর নির্ভর করে থাকে, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করে এবং ধাপে ধাপে অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলে। তাই এবারের সেমিনারে দু'পক্ষের সাংস্কৃতিক বিনিময় এবং অভিজ্ঞতা শেখার ওপর গুরুত্ব দেওয়া হয়। মেক্সিকোর কোয়াহুইলা অঙ্গরাজ্যের গভর্নর মিগুয়েল রিকুয়েলমে ভাষণে চীন-লাতিন আমেরিকার বিনিময়ের গুরুত্ব সম্পূর্ণ স্বীকৃতি দেন এবং এ সংলাপে অংশগ্রহণের কারণও ব্যাখ্যা করেন। তিনি বলেন,

'কোয়াহুইলা অঙ্গরাজ্য এশীয় দেশ বিশেষ করে চীনের সুদীর্ঘকালের সভ্যতা ও দ্রুত বিজ্ঞান প্রযুক্তির উন্নয়নে ব্যাপক সম্মানিত। আমাদের জন্য চীন একটি দারুণ ভালো দৃষ্টান্ত।এ দেশের উন্নয়নে তার নাগরিকদের আয় দ্রুত বৃদ্ধির দক্ষতা প্রতিফলিত হয়েছে।'

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাতিন আমেরিকা বিভাগের প্রধান রাষ্ট্রদূত চাও বেন থাং দু'পক্ষের আদান-প্রদানের শ্রেষ্ঠ মুহূর্ত স্মরণ করেন। তাঁর দৃষ্টিতে নতুন শতাব্দীতে বিশেষ করে চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর দ্বিপাক্ষিক সম্পর্কের দ্রুত উন্নয়ন বাস্তবায়িত হয়েছে। রাষ্ট্রদূত বলেন,

'নতুন শতাব্দীতে বিশেষ করে চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্ত হওয়ার পর, দু'পক্ষের উচ্চ পর্যায়ের বিনিময় অনেক বেড়ে গেছে, রাজনৈতিক আস্থা এবং বিভিন্ন খাতের বাস্তব সহযোগিতাও দ্রুত উন্নত হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক উন্নয়নে নতুন কাঠামো দেখা দিয়েছে। কমরেড সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি'র কেন্দ্রীয় সরকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন।'

চীনের সমাজ বিজ্ঞান একাডেমির লাতিন আমেরিকান গবেষণাগারের উপ-পরিচালক ওয়াং রুং জুন সর্বশেষ গবেষণার ফল প্রকাশ করে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রমাণ দেন। নতুন শতাব্দীতে দ্বিপাক্ষিক সম্পর্কের দ্রুত উন্নয়নে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি বলেন,

'আমাদের জরিপ থেকে জানা গেছে, গত কয়েক বছরে চীনে লাতিন আমেরিকার গবেষণা প্রতিষ্ঠানের সংখ্যা দ্রুত বেড়েছে। ২০০০ সালের আগে প্রতিষ্ঠিত এবং এ পর্যন্ত চালু থাকা গবেষণা প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ৪টি, ৯২ শতাংশ প্রতিষ্ঠান নতুন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের মধ্যে ৪৪টি ২০১১ সালের পর গঠন হয়েছে।'

চীন-লাতিন আমেরিকা গবেষণা খাত বা অন্যান্য খাত দ্বিপাক্ষিক বিনিময়ের সোনালী সময়পর্বে প্রবেশ করেছে। এবার সংলাপে সাংস্কৃতিক বিনিময়ের অনেক সাফল্য প্রকাশিত হয়েছে। 'চীন-লাতিন আমেরিকা মানবিক বিনিময় গবেষণা ঘাঁটি' এর মধ্যে একটি। এ ঘাঁটির প্রতিষ্ঠায় ব্যাপক আশাবাদ প্রকাশ করেন চিয়াংসু প্রদেশের পৌর সরকারের বৈদেশিক কার্যালয়ের উপ-পরিচালক লিও চিয়ান তুং।তিনি বলেন,

'এ ঘাঁটি রাজনৈতিক পরামর্শ, গবেষণা, বিনিময় ও সম্প্রচারসহ বহুমুখী ভূমিকা পালন করবে, যা মানবিক বিনিময়ের পদ্ধতিও নতুনভাবে উন্নত করবে। এর প্রতিষ্ঠা দু'পক্ষের উচ্চপর্যায়ের মানবিক বিনিময় ব্যবস্থার জন্য কার্যকর বুদ্ধিগত প্ল্যাটফর্ম গড়ে তুলেছে।'

তাছাড়া, এবার সংলাপে গত ৭০ বছরে চীন ও লাতিন আমেরিকার বিনিময়ের গল্প সংক্রান্ত গ্রন্থ প্রকাশিত হয়েছে। বইয়ের নাম 'আমাদের স্মৃতি:চীন-লাতিন আমেরিকা মানবিক বিনিময়ের ইতিহাস'। গত ৩ বছর ধরে চীন ও লাতিন আমেরিকার যুব গবেষণা কমিউনিটি (সিইসিএলএ)-র উদ্যোগে চীনের বিদেশি ভাষা প্রকাশনালয়ের সমর্থনে বইটি প্রকাশিত হয়। প্রকাশনালয়ের উপ-প্রধান লু ছাই রুং বই প্রকাশনার উদ্দেশ্য সম্পর্কে বলেন,

'গত ৭০ বছরে চীন ও লাতিন আমেরিকার বিনিময়ে আকর্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে এবং দু'পক্ষের আদান-প্রদানে অবদানকারীদের সংখ্যা অনেক বেশি। তাঁদের মধ্যে রয়েছেন ভিন্ন দেশের প্রভাবশালী চীনতত্ত্ববিদ, চীন বিষয়ক বিশেষজ্ঞ, বিখ্যাত সাংবাদিক, চলচ্চিত্র পরিচালক, সংগীতজ্ঞ আর চিত্রশিল্পী, অধ্যাপক, লেখক ও শিল্পীগণ। তাঁদের সাফল্য ও অবদানের উপর ভিত্তি করে আমরা এ বই প্রকাশ করি।'


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040