বেইজিং থেকে চাংচিয়াখৌ দ্রুতগতি ট্রেনের গতি ঘণ্টায় ৩৮৫ কিলোমিটার
  2019-10-21 11:54:07  cri

অক্টোবর ২১: গতকাল (রোববার) বেইজিং থেকে পার্শ্ববর্তী চাংচিয়াখৌ অঞ্চলের সঙ্গে যোগাযোগকারী দ্রুতগতির ট্রেনের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৩৮৫ কিলোমিটার! এই গতি আগের সর্বোচ্চ ৩৫০ কিলোমিটারের তুলনায় ১০ শতাংশ বেড়েছে।

 

জিং-চাং দ্রুতগতি ট্রেন ২০২২ সালে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সময় গুরুত্বপূর্ণ যাতায়াতব্যবস্থা এবং বিশ্বের প্রথম দ্রুতগতি রেলপথ, যা প্রচণ্ড ঠান্ডা ও বায়ুর বিপরীতে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে যেতে পারবে। বেইজিং উত্তর রেলস্টেশন থেকে হ্যপেই প্রদেশের চাংচিয়াখৌ পর্যন্ত রেলপথের মোট দৈর্ঘ্য ১৭৪ কিলোমিটার।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040