সপ্তম বিশ্ব মিলিটারি গেমসের প্রথম স্বর্ণ পদক জয় করলো চীন
  2019-10-20 19:03:33  cri

অক্টোবর ২০: আজ (রোববার) সকালে অনুষ্ঠিত সপ্তম বিশ্ব মিলিটারি গেমসের পুরুষদের ২৫ মিটার পিস্তল শুটিংয়ে চীন স্বর্ণ পদক লাভ করেছে। তা হচ্ছে সপ্তম বিশ্ব মিলিটারি গেমসের প্রথম স্বর্ণ পদক এবং এবারের গেমসে চীনের প্রথম স্বর্ণ পদক।

আজ (রোববার) সকালে ছাই তিয়ান প্রতিরক্ষা বিষয়ক শুটিং রেঞ্জে সর্বশেষ দফা শুটিং শেষ হওয়ার পর, বড় পর্দায় বিভিন্ন দেশের প্রতিনিধি দলের শুটিংয়ের ফলাফল দেখা যায়। অবশেষে চীনের শিয়ে চেন শিয়াং, চিন ইয়োং টে, ইয়াও চাও নানের দলটি পুরুষদের ২৫ মিটার পিস্তল শুটিংয়ে স্বর্ণ পদক লাভ করে। তা হচ্ছে এবারের বিশ্ব মিলিটারি গেমসে চীনা প্রতিনিধি দলের প্রথম স্বর্ণ পদক। রাশিয়া ও উত্তর কোরিয়ার দলটি এ ইভেন্টে পৃথক পৃথকভাবে রৌপ্য ও ব্রোঞ্জ পদক লাভ করে।

উল্লেখ্য যে, চীনা দলের বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় চিন ইয়োং টে ১৮ অক্টোবর এবারের বিশ্ব মিলিটারি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এবং স্টেডিয়ামে মিলিটারি গেমসের মশাল রিলের দ্বিতীয় মশাল বহনকারীর দায়িত্ব পালন করেন।

চিন ইয়োং টে প্রতিযোগিতায় অসাধারণ ভাল রেকর্ড সৃষ্টি করেন। তিনি ইতোমধ্যে ২৬ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি চায়না মিডিয়া গ্রুপের সাংবাদিককে বলেন, এবারের বিশ্ব মিলিটারি গেমসে আসলে তিনি অনেক চাপের সম্মুখীন হয়েছেন।

তিনি বলেন, অনেকে এর উপর নজর রাখছেন, এজন্য আমি অনেক বেশি চাপ বোধ করছি। কিন্তু আমি আমার ফোকাস প্রতিযোগিতার ভেতরে আরোপ করার চেষ্টা করি, সুষ্ঠুভাবে প্রতিযোগিতায় ভাল করার চেষ্টা করি। দেশ ও বাহিনীর জন্য আরো গৌরব অর্জন করার আশা করছি আমরা।

সামরিক পিস্তল শুটিং হচ্ছে মিলিটারি গেমসের বৈশিষ্ট্যময় শুটিং ইভেন্ট। এ প্রতিযোগিতার নিয়ম হচ্ছে দলটির তিনজন খেলোয়াড়ের রেকর্ড যোগ করার পর চূড়ান্ত ফলাফল সৃষ্টি করা হয়। প্রতি খেলোয়াড় প্রতিযোগিতার সময় মোট ৬ দফা শুটিং করতে পারেন।

চীনের "পয়লা অগাস্ট" শুটিং দলটির ক্যাপ্টেন লি লি ইয়া সাংবাদিককে ব্যাখ্যা করেন যে, বাহিনীর প্রশিক্ষণের সাথে এ প্রতিযোগিতার অনেক মিল রয়েছে।

তিনি বলেন, বাহিনীর প্রতিযোগিতায় এ ইভেন্ট রয়েছে। তা আমাদের বাহিনীর প্রশিক্ষণের কাছাকাছি। প্রতিযোগিতায় ব্যবহৃত পিস্তলের ক্যালিবার বাহিনীর ব্যবহৃত পিস্তলের ক্যালিবারের একইরকম।

১৯ অক্টোবর বিকালে পুরুষদের ২৫ মিটার পিস্তল শুটিং সামরিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আয়োজিত হয়। দেশের জাতীয় সংগীত বাজানোর সঙ্গে সঙ্গে চীনের জাতীয় পতাকা উত্তোলন করা হয় খেলার মাঠে। চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের প্রশিক্ষণ ব্যবস্থাপনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা লিউ ওয়েই হুয়া মনে করেন, এ স্বর্ণ পদক জয় করা সহজ নয়। খেলোয়াড়দের ঐক্য, সমন্বয়, অধ্যবসায়ের মাধ্যমে অবশেষে তা অর্জন করা যায়। তিনি আশা করেন, চীনের খেলোয়াড় আরো পরিশ্রম করে আরো সুফলাফল অর্জন করবেন।

তিনি বলেন, তিনজন কমরেড ঐক্য, সমন্বয়, অধ্যবসায়ের মাধ্যমে চেষ্টা করতে থাকেন। বিশেষ করে খেলার শেষ দিকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী দলের রেকর্ডে আসলে বেশি পার্থক্য নেই। আজকের এ স্বর্ণ অর্জন করা সত্যি সহজ নয়। এধরনের বড় আকারের প্রতিযোগিতায় খেলোয়াড়দের মাণ দেখা যায়। এ মাণ আসলে প্রতিদিনের কঠোর প্রশিক্ষণ থেকে অর্জন করা হয়।

১৯ অক্টোবর হচ্ছে সপ্তম বিশ্ব মিলিটারি গেমসের প্রথম প্রতিযোগিতার দিন। এ স্বর্ণ পদক ছাড়া, চীনের খেলোয়াড় অ্যারোনটিক্যাল পেন্টাথলন, সাইক্লিং, জুডো, ফেন্সিং ও সুইমিংয়ে ভালো পারফর্মেন্স করে স্বর্ণ পদক লাভ করেন।

(আকাশ/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040