স্পেনের কাতালোনিয়ায় সংঘর্ষ অব্যাহত;পশ্চিমাদেশগুলোর 'নীরবতা' ও 'দ্বৈত নীতি' প্রদর্শন
  2019-10-20 18:45:42  cri

অক্টোবর ২০: ২০১৭ সালে স্পেনের কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজনে ভূমিকার জন্য গত ১৪ অক্টোবর অঞ্চলটির ৯ স্বাধীনতাকামী নেতাকে কারাদণ্ড দেয় স্পেনের সুপ্রিম কোর্ট।

আদালতের রায়ের পরই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে বিক্ষোভকারীরা। সহিংস বিক্ষোভকারীরা গনসুযোগসুবিধা নষ্ট করে, পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় এবং শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পুলিশ লাঠি ও সাঁজোয়া যান ব্যবহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

হংকং বিক্ষোভকারীদের অব্যাহতভাবে সমর্থন দেয়া পশ্চিমাদেশগুলোর সরকার, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যম এখন নিজ নিজ স্বার্থ বিবেচনা করে এবার চুপ রয়েছে। তাদের 'দ্বৈত নীতি' স্পষ্টভাবে দেখা যায়।

বিবিসি'র কাভারেজ সম্পর্কে স্কটিশ সংসদ সদস্য গ্যাভিন নিউল্যান্ডস ১৭ অক্টোবর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ইতোমধ্যে ৭টা ৭, বিবিসি এখনও গত সন্ধ্যায় কাতালোনিয়ার অবস্থা নিয়ে কোনো খবর কাভার করে নি, কিন্তু বিবিসি হংকংয়ের আইন পরিষদের সংশ্লিষ্ট একটি খবর প্রকাশ করেছে। (আকাশ/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040