বাণিজ্যের উত্তেজনাসংকুল পরিস্থিতি সমাধানের তাগিদ আন্তর্জাতিক মুদ্রা ও আর্থিক কমিটির
  2019-10-20 14:29:18  cri

অক্টোবর ২০: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নীতি নির্ধারক সংস্থা আন্তর্জাতিক মুদ্রা ও আর্থিক কমিটি গতকাল (শনিবার) বাণিজ্যের উত্তেজনাসংকুল পরিস্থিতি সমাধান ও বিশ্ব বাণিজ্য সংস্থার প্রয়োজনীয় সংস্কারে সমর্থন দিয়ে বিশ্ব অর্থনীতি উন্নয়ন এগিয়ে নিয়ে যাবার জন্য বিভিন্ন পক্ষকে তাগিদ দেয়।

আন্তর্জাতিক মুদ্রা ও আর্থিক কমিটির ৪০তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন গতকাল ওয়াশিংটনে শেষ হয়। সম্মেলনের পর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তেজনাসংকুল বাণিজ্যিক পরিস্থিতি, নীতির অনিশ্চয়তা, ভূ-রাজনৈতিক ঝুঁকিসহ নানা কারণে বিশ্ব অর্থনীতিতে ভবিষ্যত অনিশ্চয়তা এবং মন্দার ঝুঁকি বৃদ্ধি পায়।

অবাধ, ন্যায্য ও পারস্পরিক উপকারী পণ্য ও পরিষেবা বাণিজ্য এবং বিনিয়োগ অর্থনীতি বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। (শিশির/টুটুল/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040