সংশোধনী বিল পাস, ব্রেক্সিটের অনিশ্চয়তা বাড়ছে
  2019-10-20 14:25:46  cri

অক্টোবর ২০: ব্রিটিশ সংসদের নিম্নকক্ষে গতকাল (শনিবার) কনজারভেটিভ পার্টির নেতা অলিভার লেটউইনের আনা এক সংশোধনী বিল ৩২২-৩০৬ ভোটে পাস হয়। এ বিলে সরকারকে প্রথমে ব্রেক্সিট চুক্তির আইন প্রণয়ন প্রক্রিয়া শেষ করা তারপর চুক্তিকে সংসদে উত্থাপন করার দাবি জানানো হয়। তার মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ইউরোপীয় ইউনিয়নের কাছে আবার ব্রেক্সিট পিছিয়ে দেয়ার দাবি জানাতে হবে। না হলে তা অবৈধ হবে।শনিবার রাতে, জনসন ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট দোনাল্দ তুস্ককে চিঠি লিখে ব্রেক্সিট পিছিয়ে দেয়ার অনুরোধ করেন।

চিঠিতে জনসন ব্রেক্সিটের মেয়াদ ২০২০ সালের ৩১ জানুয়ারিতে পিছিয়ে দিতে চান তবে তিনি এ চিঠি স্বাক্ষর করেননি। তারপর তিনি দ্বিতীয় চিঠি পাঠান এবং এতে তিনি জোর দিয়ে বলেন, ব্রেক্সিট পিছিয়ে দেয়া একটি ভুল।(শিশির/টুটুল/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040