বহুজাতিক কোম্পানির নেতৃবৃন্দের ছিংতাও শীর্ষসম্মেলনে চীনা প্রেসিডেন্টের অভিনন্দন
  2019-10-19 15:53:13  cri

অক্টোবর ১৯: প্রথম বহুজাতিক কোম্পানির নেতৃবৃন্দের শীর্ষসম্মেলন আজ (শনিবার) চীনের শানতুং প্রদেশের ছিংতাও শহরে অনুষ্ঠিত হয়। এতে অভিনন্দন জানান চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।

অভিনন্দন-বার্তায় প্রেসিডেন্ট সি বলেন, চীনে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালুর ৪০ বছরে বহুজাতিক কোম্পানি গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী, সাক্ষী ও সুবিধাভোগী হিসেবে ইতিবাচক ভূমিকা পালন করে। তিনি জোর দিয়ে বলেন, চীন আরও উন্মুক্ত হবে এবং ব্যবসায়ের পরিবেশ আরও ভাল হবে। বিশ্বের কোম্পানিগুলোকে চীনে বিনিয়োগ করতে, ব্যবসা করতে এবং উভয়ের কল্যাণ বাস্তবায়ন করতে স্বাগত জানায় চীন।

এবারের শীর্ষসম্মেলনের প্রতিপাদ্য হল 'বহুজাতিক কোম্পানি ও চীন'।

সম্মেলনে রুদ্ধদ্বার অধিবেশন, সমান্তরাল ফোরাম ও সমবায় রোডশোসহ নানা কার্যক্রম আয়োজিত হবে। (শিশির/টুটুল /আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040