উহানে শুরু হলো বিশ্ব সামরিক গেমস
  2019-10-18 20:57:44  cri

অক্টোবর ১৮: সপ্তম বিশ্ব সামরিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান আজ (শুক্রবার) রাত আটটায় চীনের হুপেই প্রদেশের উহান শহরের ক্রীড়া কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এবং গেমসের উদ্বোধন ঘোষণা করেন।

এবারের গেমসে শুটিং, সাঁতার, ট্র্যাক ও মাঠ এবং বাস্কেটবলসহ ২৭টি ইভেন্টে ৩২৯টি গেমস আয়োজন করা হবে। এর মধ্যে, বিমানবাহিনী পেন্টাথলন, সামরিক পেন্টাথলন, নেভি পেন্টাথলন, ওরিয়েন্টিয়ারিং এবং প্যারাশুটিং এই পাঁচটি সামরিক বৈশিষ্ট্যময় ইভেন্ট রয়েছে।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040