নীতিগত অগ্রাধিকারের একটি হলো বাণিজ্য: আইএমএফ চেয়ারম্যান
  2019-10-18 17:39:34  cri
অক্টোবর ১৮: বিশ্বব্যাপী অর্থনীতি বৃদ্ধির গতি হ্রাসের প্রেক্ষাপটে নীতিগত অগ্রাধিকারের মধ্যে একটি হলো বাণিজ্যিক বিষয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিভা গতকাল (বৃহস্পতিবার) একথা বলেছেন।

সম্প্রতি আইএফএম ২০১৯ ও ২০২০ সালে বিশ্ব অর্থনীতি বৃদ্ধির হার কমিয়ে দেয়। এ সম্পর্কে জর্জিভা বলেন, জিডিপি হিসাবে সমগ্র বিশ্বের ৯০ শতাংশ বৃদ্ধি হ্রাস পাবে।

আইএমএফ প্রকাশিত সর্বশেষ 'বিশ্ব অর্থনীতি প্রত্যাশা প্রতিবেদনে' ২০১৯ সালের অর্থনীতি বৃদ্ধির প্রত্যাশা ৩ শতাংশ কমানো হয়। এটি গত জুলাই মাসের নির্ধারিত প্রত্যাশার চেয়ে ০.২ শতাংশ কম। ২০০৮ সালে ব্যাংকিং খাতে অস্থিরতা শুরুর পর সর্বনিম্ন মান এটি। প্রতিবেদনে ২০২০ সালের প্রত্যাশা ৩.৪ শতাংশ কামানো হয়।

জর্জিভা আরও বলেন, আইএমএফ বাণিজ্যিক সমস্যা মোকাবিলা করবে, আর্থিক নীতির যৌক্তিক ব্যবহার করবে, রাজস্ব নীতি মজবুত করবে, কাঠামোমূলক সংস্কার ব্যবস্থা উন্নত করবে এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করবে।

(ছাই/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040