সেপ্টেম্বর পর্যন্ত চীনা অর্থনীতির প্রবৃদ্ধি ছিল ৬.২ শতাংশ
  2019-10-18 17:37:17  cri
অক্টোবর ১৮: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো আজ (শুক্রবার) প্রকাশিত এক পরিসংখ্যানে জানায়, এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীনের জিডিপি ছিল ৬৯.৭৭৯৮ ট্রিলিয়ন ইউয়ান। এটি গত বছরের একই সময়ের চেয়ে ৬.২ শতাংশ বেশি হয়েছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রবৃদ্ধি ছিল ৬.৪ শতাংশ। এপ্রিল থেকে জুন পর্যন্ত ৬.২ শতাংশ বেশি এবং জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি হয়েছে ৬ শতাংশ।

উত্পাদন খাতে শিল্পের উত্পাদনের পরিমাণ অব্যাহতভাবে বাড়ছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শিল্প খাতে বৃদ্ধির পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ৫.৬ শতাংশ বেড়েছে। এর মধ্যে, গত সেপ্টেম্বর মাসে বৃদ্ধির হার ছিল ৫.৮ শতাংশ। প্রবৃদ্ধির গতি গত অগাষ্ট মাসের চেয়ে ১.৪ শতাংশ বেড়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পরিষেবা শিল্পের উত্পাদনের পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ৭ শতাংশ বেশি হয়েছে। গত সেপ্টেম্বরে বৃদ্ধির হার ছিল ৬.৭ শতাংশ। এ পরিমাণ অগাস্ট মাসের চেয়ে ০.৩ শতাংশ বেড়েছে।

গত সেপ্টেম্বর পর্যন্ত চীনের জাতীয় অর্থনীতির স্থিতিশীল উন্নতি হলেও দেশি-বিদেশি অর্থনীতিতে জটিলতা বাড়ছে। বিশ্বব্যাপী অর্থনীতি বৃদ্ধির গতি হ্রাস পাচ্ছে। বিদেশে অনিশ্চয়তা বাড়ছে। তাই, চীনের আর্থিক প্রবৃদ্ধিতে নিম্নমুখী চাপ দেখা দিয়েছে। (ছাই/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040