'এক অঞ্চল, এক পথ' বরাবর দেশগুলোর 'জরুরি মোকাবিলা ব্যবস্থা'সংক্রান্ত সেমিনার বেইজিংয়ে অনুষ্ঠিত
  2019-10-18 17:17:20  cri
অক্টোবর ১৮: 'এক অঞ্চল, এক পথ' বরাবর দেশগুলোর 'জরুরি মোকাবিলা ব্যবস্থা'সংক্রান্ত সেমিনার গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। রাশিয়া, ভারত, থাইল্যান্ড, কম্বোডিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং জাতিসংঘ উন্নয়ন কার্যক্রম, আন্তর্জাতিক শ্রম সংস্থা ও রেডক্রস সোসাইটিসহ আন্তর্জাতিক সংস্থার ২ শতাধিক মানুষ এ সেমিনারে অংশ নেন।

এবারের সেমিনারের মূল প্রতিপাদ্য হলো 'জরুরি মোকাবিলাসংক্রান্ত ব্যবস্থাপনা প্রতিষ্ঠাকাজ জোরদার করা এবং 'এক অঞ্চল, এক পথ' বরাবর দেশগুলোর নিরাপত্তা খাতের উন্নয়ন এগিয়ে নেওয়া'। চীনের জাতীয় জরুরি মোকাবিলা উপমন্ত্রী শাং ইয়ুং সেমিনারে বলেন, 'এক অঞ্চল, এক পথ' বরাবর দেশ, অঞ্চল ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক চীন। তিনি আরও বলেন, নিরাপদ উত্পাদন খাত এবং প্রাকৃতিক দুর্যোগসহ আকস্মিক দুর্ঘটনায় আন্তর্জাতিক ত্রাণকাজে অংশ নেবে চীন ।

চীনে জাতিসংঘ উন্নয়ন কার্যক্রমের প্রতিনিধি দেভানন্দ রামিয়াহ বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক কাঠামো সৃষ্টি করেছে। জাতিসংঘের অবিরাম উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে সহায়ক এই কাঠামো।

(ওয়াং হাইমান/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040