চীনে দারিদ্র্যমুক্তির জন্য বাজার ব্যবস্থা সংস্কারের প্রশংসা করেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট
  2019-10-18 17:16:30  cri

অক্টোবর ১৮: বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস গতকাল (বৃহস্পতিবার) বলেন, বিগত কয়েক দশকে বাজার ব্যবস্থা সংস্কারের মাধ্যমে চীনে 'বিশাল উন্নয়ন' বাস্তবায়িত হয়েছে। এতে লাখ লাখ মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে।

এদিন বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (ডাব্লিউটিও) শরত্কালীন বার্ষিক সম্মেলনের পর প্রেস ব্রিফিংয়ে সংবাদদাতাদের প্রশ্নের জবাবে মালপাস বলেন, চীনে আকর্ষণীয় সংস্কার কার্যকর হয়েছে। বিশ্ব অর্থনীতি ও বৈশ্বিক সরবরাহ চেনের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক বাস্তবায়িত হয়েছে। এটি চীনের উন্নয়নের জন্য কল্যাণকর এবং চীনের দারিদ্র্যমুক্তির জন্য অনেক গুরুত্বপূর্ণও বটে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ছিল চীনের 'ষষ্ঠ দারিদ্র্যমুক্তি দিবস'। এটি ২৭তম আন্তর্জাতিক দারিদ্র্যমুক্তি দিবসও বটে। সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালুর ৪০ বছরে চীনে ৭০ কোটিরও বেশি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছেন। এটি বৈশ্বিক দারিদ্র্যবিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

(ওয়াং হাইমান/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040