সুরের ধারায়----শুয়াং চিয়াং
  2019-12-02 14:21:34  cri


সম্প্রতি চীনের আবহাওয়া ঠান্ডা হয়ে উঠছে, শীতকাল প্রায় এসে পড়েছে। আর আজ চীনের চান্দ্রপঞ্জিকার ২৪টি সৌরপর্যায়ের ১৮তম পর্যায় শুয়াং চিয়াং। আজকের অনুষ্ঠানে সবাইকে শুয়াং চিয়াং সম্পর্কে জানাবো এবং সুন্দর কিছু গান শোনাবো।

অনুষ্ঠানের শুরুতে শুয়াং চিয়াং সম্পর্কে চীনা বৈশিষ্ট্যময় একটি হালকা মিউজিক শোনাবো।

গান ১

শুয়াং চিয়াং হচ্ছে শরত্কালের শেষ সৌরপর্যায়। প্রতি বছরের ২২, ২৩ বা ২৪ অক্টোবর এটি হয়। শুয়াং মানে তুষার, আর চিয়াং মানে পড়া। এ সময় দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বেশি থাকে এবং আবহাওয়াও ক্রমেই ঠান্ডা হয়। এই সৌরপর্যায় শরত্কাল শেষ এবং শীতকাল শুরুর প্রতীক। শুয়াং চিয়াংয়ের সময়ে লোকদের সবচেয়ে লক্ষ্যণীয় অনুভূতি হচ্ছে শীতল আবহাওয়া।

বন্ধুরা, এখন শুনুন চীনা গান 'ঠান্ডা শরত্কাল'। গান ২

শুয়াং চিয়াং সম্পর্কে চীনে একটি রোমান্টিক কিংবদন্তি আছে। ছিং নিউ নামে এক পরী পৃথিবীর তুষার ও বরফ নিয়ন্ত্রণ করত। সে সাধারণত আকাশে থাকে। প্রতি বছর শুয়াং চিয়াংয়ের সময় চীনের মধ্যাঞ্চলের ছিং ইয়াও পাহাড়ে নেমে আসে। পাহাড়ের চূড়ায় সে ছিন বাজালে তুষার পড়া শুরু হয়। সেই তুষার শুধু শীতকালের প্রতীক নয়, বরং পৃথিবীতে দুর্ঘটনা রোগবালাই ও ভূত দূর হয়। প্রাচীন লোকেরা মনে করত, যদি শুয়াং চিয়াংয়ের সময় তুষার পড়ে, তাহলে এই শীতকাল শান্তিপূর্ণ হবে। সম্প্রতি চীনের উত্তর-পূর্বাঞ্চলে ও বেইজিংয়ের উপকণ্ঠের পাহাড়ে তুষার পড়া শুরু হয়েছে। আশা করি আসন্ন শীতকাল শান্তি ও স্থিতিশীল থাকবে।

গান ৩

শুয়াং চিয়াংয়ের সময় চীনে একটি সুন্দর দৃশ্য দেখা যায়। তা হল লাল পাতা। শরত্কালে তাপমাত্রা কমে গাছের পাতা হলুদ বা লাল রং হয়। আর এ সময় তুষারের জন্য লাল পাতা আরও উজ্জ্বল দেখায়। চীনের একটি জনপ্রিয় প্রাচীন কবিতায় লেখা হয়েছে: শুয়াং চিয়াংয়ের সময় পাতাগুলো বসন্তকালের ফুলের চেয়েও বেশি লাল হয়।

বন্ধুরা, এখন শুনুন একটি সুন্দর গান 'শীতকালের পাতার গান'। গান ৪

এবার আমরা শুনবো চীনের জনপ্রিয় একটি সংগীত গ্রুপের সুন্দর একটি গান 'শুয়াং চিয়াং'। এই সংগীত গ্রুপের নাম 'ইন ছু শি থিং'। তারা চীনের প্রাচীন সংস্কৃতি, কবিতা ও পপ ইলেকট্রনিক সংগীতের সঙ্গে সমন্বয় করে চীনা বৈশিষ্ট্যময় গান রচনা করে। ইন ছু শি থিং ইতোমধ্যে চীনের চান্দ্রপঞ্জিকার ২৪টি সৌরপর্যায় নিয়ে অনেক গান রচনা করেছে; এর মধ্যে কিছু গান বেশ জনপ্রিয়। এবার ইন ছু শি থিংয়ের গান 'শুয়াং চিয়াং' শুনবো।

গান ৫

শীত বাড়ার সঙ্গে সঙ্গে অনেক পাখি উত্তর থেকে উষ্ণ দক্ষিণাঞ্চলে উড়ে যায়। এটি খুব সাধারণ ঘটনা। এসময় যোগাযোগ বেশ কঠিন। মানুষ আশা করে, পাখিগুলো তাদের অনুভূতি দূরের লোককে পাঠিয়ে দেবে। এ সম্পর্কে চীনে অনেক সাহিত্য রচিত হয়েছে। থাং রাজবংশের কবি ছিয়ান ছি'র 'ফেরার পাখি' এমন বিখ্যাত একটি কবিতা। কবিতায় ফিরে আসা পাখি দিয়ে জন্মস্থানের প্রতি অভাব প্রকাশিত হয়েছে।

বন্ধুরা, এখন এ কবিতা অনুসারে রচিত একটি সুন্দর গান 'ফেরার পাখি' শুনুন।গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে শুয়াং চিয়াং বা গভীর শরত্কাল সম্পর্কে আরও একটি সুন্দর গান 'শীতের বরফ' শুনবো। আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে।

গান ৭

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040