জাতিসংঘ মানবাধিকার পরিষদে নতুন ১৪ সদস্যরাষ্ট্র
  2019-10-18 11:31:05  cri
অক্টোবর ১৮: গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে 'জাতিসংঘ মানবাধিকার পরিষদ'-এর ১৪টি নতুন সদস্যরাষ্ট্রের নাম ঘোষণা করা হয়। নতুন সদস্যরাষ্ট্রগুলো আগামী পয়লা জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে পরিষদে অন্তর্ভুক্ত হবে।

মানবাধিকার পরিষদের নতুন সদস্যরাষ্ট্রগুলো হচ্ছে: লিবিয়া, মৌরিতানিয়া, নামিবিয়া, সুদান, ইন্দোনেশিয়া, জাপান, মার্শাল দ্বীপপুঞ্জ, দক্ষিণ কোরিয়া, আরমেনিয়া, পোল্যান্ড, ব্রাজিল, ভিনেজুয়েলা, জার্মানি ও নেদারল্যান্ডস।

জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদরদফতর সুইজারল্যান্ডের জেনিভায় অবস্থিত। এ পরিষদে মোট ৪৭টি আসন রয়েছে। প্রতিবছর নির্বাচনের মাধ্যমে তিন ভাগের এক ভাগ আসনে পরিবর্তন আসে। পরিষদের সদস্যরাষ্ট্রগুলোর কার্যমেয়াদ ৩ বছর। (সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040