প্রসঙ্গ: চীনে বিভিন্ন খাতে অভূতপূর্ব কর ও ফি হ্রাসের ইতিবাচক প্রতিক্রিয়া
  2019-10-18 11:05:46  cri
চীনের অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে বলেন, চলতি বছর চীনে বিভিন্ন খাতে ব্যাপকভাবে কর ও ফি কমানো হয়েছে। বছরশেষে কর ও বিভিন্ন ফি কমানোর পরিমাণ পরিকল্পনার চেয়ে বেশি হবে। কর ও ফি কমানোর সিদ্ধান্ত খুব ভালোভাবে বাস্তবায়িত হচ্ছে। এর ফলে বাজার আরও প্রাণচঞ্জল হয়েছে, বাজারের ওপর সংশ্লিষ্টদের আস্থা বেড়েছে, এবং অর্থনীতির প্রবৃদ্ধির ব্যাপারে সংশ্লিষ্টদের আস্থা জোরদার হয়েছে।

পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের প্রথম আট মাসে, চীনে ১.৫ ট্রিলিয়ন ইউয়ানের কর ও বিভিন্ন ধরনের ফি কমানো হয়। চীনের অর্থ মন্ত্রণালয়ের কর বিভাগের কর্মকর্তা সুই কুও ছিয়াও বৃহস্পতিবার বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে জানান, কর ও বিভিন্ন ফি কমানো চলতি বছর চীনের আর্থিকনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প-প্রতিষ্ঠানগুলোকে করহ্রাসসহ পাঁচ ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। তিনি বলেন,

"চলতি বছর চীনের কর ও বিভিন্ন ফি কমানোর আকার অভূতপূর্ব। চলতি বছর সরকারের কর্ম-প্রতিবেদনে বলা হয়েছে, গোটা বছরে শিল্প-প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে কর ও সামাজিক বীমার ফি বাবদ প্রায় ২ ট্রিলিয়ন ইউয়ানের বোঝা কমানো হবে। এই পর্যন্ত আমরা দেখছি, পুরো বছরে কর ও ফি কমানোর পরিমাণ পরিকল্পনার চেয়েও বেশি হতে যাচ্ছে।"

সুই কুও ছিয়াও বলেন, বিভিন্ন পক্ষের যৌথ প্রচেষ্টায়, বর্তমানে বিভিন্ন কর ও ফি কমানোর সিদ্ধান্ত স্থিতিশীলভাবে বাস্তবায়িত হচ্ছে, যা বাজারকে আরও প্রাণচঞ্জল করেছে; বাজারের আস্থা ও অর্থনীতির প্রবৃদ্ধির প্রবণতাকে জোরদার করেছে; কার্যকরভাবে শিল্প-প্রতিষ্ঠানগুলোর ব্যয়ের বোঝা কমিয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে উত্পাদনশিল্পসহ প্রধান প্রধান শিল্পের ওপর করের বোঝা উল্লেখযোগ্য মাত্রায় কমেছে, স্থাপত্য ও সড়ক পরিবহনশিল্পসহ বিভিন্ন শিল্পের ওপর করের বোঝা কিছুটা কমেছে। আর অন্যান্য শিল্পের ওপর কর বাড়েনি। তিনি বলেন,

"ইনক্লুসিভ ও কাঠামোগত—এই দুই পদ্ধতিতে কর কমানোর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প-প্রতিষ্ঠানগুলোরে ওপর থেকে করের বোঝা কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এটা বেসরকারি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প-প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সমর্থন যুগিয়েছে। যে কর কমানো হয়েছে, সেই পরিমাণ অর্থ এখন শিল্প-প্রতিষ্ঠানগুলো পুনঃবিনিয়োগ করতে পারে, যা কার্যকরভাবে শিল্প-প্রতিষ্ঠানের উন্নয়নকে ত্বরান্বিত করছে ও করবে। এ ছাড়া, কর ও ফি কমানোসহ বিভিন্ন উদ্যোগের ফলে দেশের জনগণের মাথাপিছু আয় বেড়েছে; তাদের ভোগের সামর্থ্যও বেড়েছে।"

সুই কুও ছিয়াং জানান, অর্থনীতিতে কর ও ফি কমানোর ইতিবাচক প্রতিক্রিয়া হয়েছে ও হচ্ছে। শিল্প-প্রতিষ্ঠানগুলো এতে সরাসরি উপকৃত হয়েছে এবং ন্যায়সংগত সুবিধা পেয়েছে। তিনি বলেন,

"ভবিষ্যতে চীনের অর্থ মন্ত্রণালয় বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদার করবে, অব্যাহতভাবে বিভিন্ন শিল্পে করহ্রাসের সম্ভাবনার ওপর নজর রাখবে, ও শিল্প-প্রতিষ্ঠানের স্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধান করবে। পাশাপাশি, অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট নীতি বাস্তবায়নের ফল যাচাই করবে এবং সে অনুযায়ী সংশ্লিষ্ট নীতি ও ব্যবস্থাকে আরও সুসংহত করবে।" (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040