চীনে যুক্তরাষ্ট্রসহ সকল দেশের শিল্প-প্রতিষ্ঠানের বিনিয়োগকে স্বাগত জানানো হবে: প্রধানমন্ত্রী লি
  2019-10-18 10:44:21  cri
অক্টোবর ১৮: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেছেন, তাঁর দেশে যুক্তরাষ্ট্রসহ সকল দেশের শিল্প-প্রতিষ্ঠানের বিনিয়োগ ও সহযোগিতার আগ্রহকে স্বাগত জানানো হবে। চীন তার উন্মুক্ত দরজা ভবিষ্যতে আরও প্রশস্ত করবে। আর এর উদ্দেশ্য পারস্পরিক কল্যাণ অর্জন। গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীন-মার্কিন ব্যবসা পরিষদের প্রধান ইভান গ্রিনবার্গের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী লি বলেন, চীনে যান্ত্রিক নির্মাণশিল্প সার্বিকভাবে উন্মুক্ত হয়েছে; সেবাশিল্প উন্মুক্ত হচ্ছে। চীন আন্তর্জাতিক মানের ব্যবসা-পরিবেশ গড়ে তুলতেও কাজ করে যাচ্ছে। বর্তমানে চীনে দেশি-বিদেশি সকল প্রতিষ্ঠানের সঙ্গে সম-আচরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, চীন প্রায় ১৪০ কোটি মানুষের বিশাল বাজার। এই বাজারে ক্রমশ ভোগ বাড়ছে। এতে বিশাল বাণিজ্যিক সুযোগ ও সম্ভাবনাও সৃষ্টি হয়েছে ও হচ্ছে। বস্তুত, চীনের উন্নয়ন বিশ্বের জন্য সুযোগ। চীন-মার্কিন ব্যবসা পরিষদ দু'দেশের মধ্যে বেসরকারি পর্যায়ে পারস্পরিক সমঝোতা বাড়াতে সক্রিয় ভূমিকা পালন করে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

জবাবে মার্কিন প্রতিনিধিদলের দায়িত্বশীল কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতা দু'পক্ষের অভিন্ন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। যুক্তেরাষ্ট্রের শিল্প ও বাণিজ্য মহল চীনের সঙ্গে যোগাযোগ রাখতে আগ্রহী এবং বাণিজ্যযুদ্ধ ও পাল্টাপাল্টি শুল্ক আরোপ দেখতে চায় না। দু'পক্ষ সংলাপ ও আলোচনার মাধ্যমে অর্থবহ চুক্তিতে উপনীত হবে এবং দু'দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য ন্যায়সঙ্গত ও নিশ্চিত ব্যবসা-পরিবেশ সৃষ্টি করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040